TMC

‘ছদ্মবেশী’ তৃণমূল নেতার গানের তালে নাচে মঞ্চ মাতালেন তৃতীয় লিঙ্গের মানুষেরা

দুর্নীতি বন্ধ করতে যখনতখন ভোল বদলে গ্রাহক সেজে রেশন দোকানে হাজির হন সিরাজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১৪:৫৯
Share:

—নিজস্ব চিত্র।

রাজনীতিক নন, এ বার ‘অন্য রূপে’ ধরা দিলেন জেলার তৃণমূল নেতা সিরাজ খান। তমলুকের একটি ক্লাবের অনুষ্ঠানমঞ্চে উঠে মাইক হাতে গেয়ে উঠলেন, ‘চিরদিনই তুমি যে আমার... ’। তাঁর গানের সঙ্গে নাচানাচি করলেন তৃতীয় লিঙ্গের মানুষেরা।

পদাধিকার বলে সিরাজ পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ। তৃণমূলের বড়মাপের নেতা বলেও জেলায় তাঁর পরিচিত রয়েছে। তবে জেলায় খাদ্য দফতরের দুর্নীতি বন্ধ করতে যখনতখন ভোল বদলে গ্রাহক সেজে রেশন দোকানে হাজির হন। এ বার অবশ্য ‘ছদ্মবেশী’ নন, গায়ক সিরাজকে দেখা গেল।

Advertisement

শুক্রবার রাতে তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকে ‘চিত্রা আমরা সবাই’ ক্লাবের এক অনুষ্ঠানমঞ্চে হাজির ছিলেন সিরাজ। হঠাৎই মাইক্রোফোন হাতে তুলে নেন। শুরু করেন, প্রসেনজিতের ‘অমরসঙ্গী’-র ছবির গান। সিরাজের ‘চিরদিনই... ’ গানের ছন্দে ছন্দে কোমর দোলাতে থাকেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। হাততালি দিতে মেতে ওঠেন অতিথি-সহ দর্শকেরা।

ঘনিষ্ঠেরা জানিয়েছেন, মাঝেমধ্যেই এ ভাবে মঞ্চে উঠে গান ধরেন সিরাজ। অবশ্য গোটা অনুষ্ঠানটি যে এত উপভোগ্য হবে, তা বোধ হয় কল্পনা করতে পারেননি সিরাজ-ঘনিষ্ঠেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement