Mamata Banerjee

Nirmal Maji : দাক্ষিণাত্যের এক আধ্যাত্মিক পুরুষের কথাতেই তাঁর মমতাতে সারদা দর্শন, ব্যাখ্যা নির্মলের

কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মা সারদার দর্শন পেয়েছেন তিনি, তার ব্যাখ্যা দিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২৩:১২
Share:

ফাইল চিত্র।

তাঁর মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক। সেই বিতর্কে রামকৃষ্ণ মঠ ও মিশনের কড়া প্রতিক্রয়া। তার পর এক টিভি চ্যানেলে নিজের মন্তব্যের পক্ষে যুক্তি হাজির করলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। অনড় থাকলেন নিজের বক্তব্যেই।

Advertisement

বৃহস্পতিবার সেই টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি মনে করি এই শতাব্দীতে আমার কাছে মা সারদা, সিস্টার নিবেদিতা, মাদার টেরিজা, আমার চেতনা-চৈতন্য-আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়।’’

আরও পড়ুন:

কোথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মা সারদা তুলনীয় তা-ও উল্লেখ করে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘মা সারদা নেতৃত্ব দিয়েছিলেন একঝাঁক তরুণ, মহাপ্রাণ, মহাজীবন মঠের শিষ্যদের। তাঁদের দিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। আমার ঘরের দুর্গা, আমার মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও দেখি মা সারদাকে, মাদার টেরিজাকে, সিস্টার নিবেদিতাকে।’’ তাঁর কথায়, ঠিক একই ভাবে একঝাঁক কর্মযোগী, যুবক-ছাত্র-কিছু মধ্যবয়স্ক লোককে নিয়ে, বাংলার দরিদ্র মানুষ, গ্রামের গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা। আর সে কারণেই তিনি ‘সকল ধর্ম-সম্প্রদায়ের মানুষের কাছে মাতৃরূপে পূজিত হন।’

Advertisement

কেন তিনি ওই কথা বলছেন তাও জানিয়েছেন টিভি চ্যানেলে দেওয়া ওই সাক্ষাৎকারে। তাঁকে দাক্ষিণাত্যের এক আধ্যাত্মিক পুরুষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছেন মা সারদা। কে সেই আধ্যাত্মিক পুরুষ তা তিনি জানাননি। কারণ তিনি আর বিতর্কে যেতে চান না। তাঁর কথায়, ‘‘এক জন আধ্যাত্মিক পুরুষ আমাকে এই কথা বলেছেন। আমি তাঁকে বিশ্বাস করি। এটা গল্প নয়, অনুভূতি। আমি তো মা সারদাকে দেখেনি আর মঠের যিনি বলছেন তিনিও দেখেননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement