Shovan Chatterjee

বন্দিদশায় সংবাদমাধ্যমের সঙ্গে শোভনের কথায় আদালতের নির্দেশ অমান্য, দাবি কুণালের

শনিবার এসএসকেএম হাসপাতালের বারান্দায় এসে বেশ কিছু ক্ষণ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শোভন। তা নিয়েই প্রশ্ন কুণালের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২১ ২০:৪৬
Share:

নিজস্ব চিত্র

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে আক্রমণ করতে হাসপাতালের বারান্দা থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শোভন চট্টোপাধ্যায়। আর সেটাকেই পাল্টা আক্রমণের অস্ত্র বানালেন কুণাল। তাঁর দাবি, হাসপাতালে থাকলেও বন্দিই আছেন শোভন। এই অবস্থায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা মানে আদালতের নির্দেশ অমান্য করা।

Advertisement

শনিবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের বারান্দায় এসে বেশ কিছু ক্ষণ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শোভন। এটা নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল। তিনি বলেন, ‘‘হাসপাতালে থাকলেও শোভনবাবু বন্দিই। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই সময় সংবামাধ্যমের সঙ্গে কথা বলা যাবে না বলে জানিয়েছে। কিন্তু সেই নির্দেশ লঙ্ঘন করা হয়েছে।’’

শোভন শনিবার বলেন, ‘‘আমি সুস্থ মানুষ। আমাকে অসুস্থ দেখানো হচ্ছে।’’ এই প্রসঙ্গে কুণালের দাবি, তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র সত্যিই অসুস্থ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর প্রশ্ন, ‘‘এর মধ্যেই সুস্থ হয়ে যাওয়া শোভন কি জেলে যাওয়ার পরে অসুস্থতার নাটক করেছিলেন?’’

Advertisement

হাসপাতাল থেকে ছাড়া পেলে শোভন কোথায় থাকবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল। শোভনকে হাসাপাতাল থেকে গোলপার্কের বাড়িতে নিয়ে যেতে চান বলে আগেই জানান বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে কুণাল শনিবার দাবি করেন, নিয়ম অনুযায়ী আধার কার্ডে যে ঠিকানা রয়েছে সেখানেই গৃহবন্দি হতে হবে। নিয়ম মেনে সেখানেই পাঠাবেন জেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শোভন এখন গোলপার্কের বাড়িতেই বান্ধবী বৈশাখীর সঙ্গে থাকেন। শোভন নিজেকে সুস্থ দাবি করে রিস্ক বন্ডে সই করার আগেই নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তখনই কুণাল বলেন, ‘‘উনি জেল থেকে হাসপাতালে এসেছেন। এটা হোটেল নয় যে, চাইলেই চলে যাওয়া যাবে। হাসপাতাল ছাড়লে তাঁকে এক সেকেন্ডের জন্য হলেও প্রেসিডেন্সি জেলে যেতে হবে এবং সেখান থেকে আধার কার্ডে যে ঠিকানা রয়েছে সেখানে গৃহবন্দি হতে হবে।’’

যদিও শোভনের আইনজীবী প্রতিমপ্রিয় দাশগুপ্ত দাবি করেছেন, ‘‘উনি গ্রেফতার হয়েছেন গোলপার্কের বাড়ি থেকে। সিবিআইয়ের অ্যারেস্ট মেমোতেও গোলপার্কের ঠিকানাই রয়েছে। হাইকোর্টের যাবতীয় আবেদনেও গোলপার্কের বাড়ির ঠিকানাই আছে। ফলে উনি হাসপাতাল থেকে ফিরলে সেখানেই ফিরবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement