Cyclone Amphan

আমপান-বৈঠকে যাওয়ার পথে হামলা, স্বরূপনগরে আক্রান্ত তৃণমূল নেতা

স্থানীয় বাসিন্দারা তাঁকে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২০ ২২:০৩
Share:

হাসপাতালে ভর্তি দুলাল ভট্টাচার্য।—নিজস্ব চিত্র।

ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলা নিয়ে বৈঠক ছিল পঞ্চায়েত সমিতিতে। সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে দলেরই একাংশের হাতে আক্রান্ত হলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের বিধানসভা কমিটির পর্যবেক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আমপান পরবর্তী পরিস্থিতি মোকাবিলা সংক্রান্ত বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন জনস্বাস্থ্য কর্মধ্যক্ষ দুলাল ভট্টাচার্য। পুলিশে দায়ের করা অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, বুধবার শাঁড়াপুলের কাছে নলাবরা বাজার এলাকায় দু’টি বাইকে চার জন তাঁর উপর হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুলালবাবুকে বাইক থেকে নামিয়ে মারধর শুরু করে ওই চার জন। কিন্তু ঘটনাস্থলে স্থানীয়রা এসে পড়ায় তাঁকে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় বাসিন্দারা তাঁকে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত রয়েছে। সিটি স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য দিকে স্বরূপনগর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়ানের ভিত্তিতে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: দুই ২৪ পরগনায় দুর্যোগ সামলাতে যুদ্ধকালীন তৎপরতা: মমতা

আরও পড়ুন: রাজ্য সরকারকে ‘চার্জশিট’ দিল বিজেপি, নয়া আন্দোলন ঘোষণা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement