আসিফকে ফের জেরা সারদায়, দিলেন কিছু নথি

বছরখানেক পরে ফের প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানকে সারদা-কাণ্ডে জেরা করল সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তৃণমূলের সদ্য অপসারিত সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডার দেওয়া তথ্য যাচাই করতে আসিফকে শনিবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ০৩:৪০
Share:

সিবিআই দফতর থেকে ফেরার পথে আসিফ খান। শনিবার। ছবি: সৌভিক দে।

বছরখানেক পরে ফের প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানকে সারদা-কাণ্ডে জেরা করল সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তৃণমূলের সদ্য অপসারিত সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডার দেওয়া তথ্য যাচাই করতে আসিফকে শনিবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। সিবিআইয়ের একটি সূত্রের দাবি, জেরায় তিনি তদন্তকারীদের সাহায্যই করেছেন।

Advertisement

এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ একটি কালো গাড়িতে চেপে সিজিও কমপ্লেক্সে আসেন আসি‌ফ। ঢোকার সময় হাতে ছিল কিছু কাগজপত্র। বেলা ১টা নাগাদ যখন বেরিয়ে আসেন, তখন তাঁর হাতে কিছু ছিল না। ওই কাগজপত্র সিবিআইকে দিয়ে এলেন কি না জানতে চাওয়া হলে আসিফ কোনও মন্তব্য করতে চাননি। সিবিআই তাঁর কাছে কী কী জানতে চাইল, মুখ খোলেননি সে ব্যাপারেও।

সিজিও কমপ্লেক্সে দাঁড়িয়ে সারদা-কাণ্ড বা সিবিআইয়ের জেরা নিয়ে মুখ খুলতে না চাইলেও আসিফ পরে আনন্দবাজারকে বলেন, ‘‘তৃণমূলের এক শীর্ষ নেতার আত্মসাৎ করা টাকা কোথায় রয়েছে সিবিআই আমার কাছে জানতে চেয়েছিল। সেই টাকার হদিশ এখনও সিবিআই পায়নি।’’ বছর দেড়েক ধরে তদন্ত চালিয়ে, অনেককে জিজ্ঞাসাবাদ করেও সিবিআই যে এক জন ছাড়া কাউকে গ্রেফতার করতে পারেনি, সে কথাও এই সূত্রে স্মরণ করিয়ে দেন আসিফ।

Advertisement

সিবিআই সূত্রে খবর, শঙ্কুদেব জেরায় জানিয়েছেন, তৃণমূলের অনেক প্রভাবশালী নেতাই সারদা-কাণ্ডে যুক্ত। এই নেতাদেরই এক জনের ছায়াসঙ্গী ছিলেন আসিফ। সেই সূত্রেই আসিফকে ডেকে শঙ্কুদেবের দেওয়া তথ্য যাচাই করা হল।

উত্তরপ্রদেশে তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন আসিফ। দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল ছাড়েন। বছরখানেক পরে মুকুলের ব্রাত্যদশা সম্প্রতি কিছুটা ঘুচেছে। আসিফের আশা, এ বার দলে ফিরবেন তিনিও। আসিফের কাছে এ দিন জানতে চাওয়া হয়ে, তৃণমূল যে মুকুলকে কার্যত ফিরিয়ে নিচ্ছে সে ব্যাপারে তাঁর কী মত? আসিফ বলেন, ‘‘মুকুল রায় তৃণমূলের সৈনিক। তিনি দল ছেড়ে কোথাও যাননি। আবার তৃণমূল করলে যে সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়েই তৃণমূল ভবনে যেতে হবে তারও কোনও মানে নেই।’’ এই আসিফই এক সময় প্রকাশ্যে দাবি করেছিলেন, মুকুলের সঙ্গে সারদা-কাণ্ডের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। এমনকী, সাংবাদিক বৈঠক করে তৃণমূলের পদ থেকেও ইস্তফা দেন তিনি। এ দিন কিন্তু ১৮০ ডিগ্রি ঘুরে আসিফ বলেন, ‘‘আমি মুকুল রায়ের বিরুদ্ধে কখনওই কিছু বলিনি।’’ এরই পাশাপাশি আসিফ বলেন, ‘‘সারদা-কাণ্ডে নাম জড়ানোয় অনেককেই দলের নানা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারা আবার ফিরে আসছেন। আমিও দলে ফিরব।’’ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসিফ এ দিন তাঁর বিরুদ্ধে চলা অন্য একটি মামলার সূত্রে বিধাননগর কমিশনারেটে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement