বীরভূমে ‘সাফাই অভিযান’ তৃণমূলের। নিজস্ব চিত্র
বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এ বার ‘ভাইরাস’ বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বুধবার বীরভূমে সভা করেছিলেন দিলীপ। বৃহস্পতিবার সেখানে পাল্টা মিছিল করে তৃণমূল। গত কাল যে মাঠে সভা করেছিলেন দিলীপ, অনুব্রতর নেতৃত্বে এ দিন সেখানে ‘সাফাই অভিযান’ চলে।
গত কাল বীরভূমের জেলা স্কুল মাঠে সভা করেছিলেন দিলীপ। তার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা কর্মসূচি তৃণমূলের। এ দিন বীরভূমের ৬ টি পুরসভা এলাকায় মহিলাদের নিয়ে মিছিল করে তৃণমূল। সেই সঙ্গে চলে সাফাই অভিযানও। বিজেপি সভাপতির দিকে কটাক্ষ ছুড়ে দিয়ে এ দিন অনুব্রত বলেন, ‘‘গত কাল বিজেপির একটা বড় ভাইরাস এসেছিল। তাই আজ ভাইরাস পরিষ্কার করা হল।’’
এ দিন বোলপুর, দুবরাজপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি এবং গুসকরায় মিছিল করে তৃণমূল। বোলপুরে কর্মসূচির নেতৃত্বে ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত। সিউড়িতে নেতৃত্ব দেন তৃণমূল নেতা অভিজিৎ সিংহ।
আরও পড়ুন: এইচআরবিসি ছাড়লেন শুভেন্দু, তীব্র মন্ত্রিত্ব ও দলত্যাগ জল্পনা
আরও পড়ুন: গেরুয়া মিছিলে লাঠি পুলিশের, রণক্ষেত্র বেহালা, কৈলাসকে তীব্র কটাক্ষে মমতা