অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং জগদীপ ধনখড়। নিজস্ব চিত্র।
রাজ্যপাল জগদীপ ধনখড়কে রাজ্যপালসুলভ আচরণ করার ‘পরামর্শ’ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সদ্যনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘রাজ্যপাল অনেক বড় সাংবিধানিক পদে রয়েছেন। তাঁর উচিত রাজ্যপালসুলভ আচরণ করা, কোনও রাজনৈতিক দলকে অনুসরণ না করে।’’
অভিষেকের অভিযোগ, বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলছেন রাজ্যপাল ধনখড়। রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে রাজ্যপালের ভূমিকারও সমালোচনা করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ধনখড়ের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘শুধু বিজেপি-র কথা বলছেন কেন!’’ প্রসঙ্গত, গত মাসে ভোট পরবর্তী হিংসা পরিদর্শনে কোচবিহারের শীতলখুচি এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যপাল ধনখড়। দু’জায়গাতেই তাঁর সঙ্গে স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি থাকায় প্রশ্ন তুলেছিল তৃণমূল।