tmc leader

চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে ‘ইমেজ’ তৈরির চেষ্টা, কার দিকে ইঙ্গিত অভিষেকের

অভিষেক বলেন, ‘‘আমি অনুরোধ করব যাঁরা রাস্তায় বসে আছেন বিচারব্যবস্থা যেন তাঁদের নির্ভীক, নির্ভয়ে, নির্দ্বিধায় সুবিচার দেয়। আইনি জটিলতা কাটিয়ে দ্রুত চাকরি সুনিশ্চিত করুক বিচারব্যবস্থা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৭:৪৯
Share:

চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে ‘ইমেজ’ তৈরির চেষ্টা, কার দিকে ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? —ফাইল ছবি।

রাজ্য সরকার চায় যোগ্যদের সকলের চাকরি হোক। কিন্তু আইনি জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি, নিয়োগ প্রক্রিয়ায় জটিলতার পিছনে সিপিএম এবং বিচারব্যবস্থার দিকে আঙুল তুললেন তিনি। রবিবার পুরনো তৃণমূল ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে অভিষেক বলেন, "আইনি জটিলতার কারণে নিয়োগ করা যাচ্ছে না। মিডিয়ায় খবর তৈরি করতে গিয়ে কেউ কেউ মিডিয়ার আলোয় আলোকিত হয়ে আলোর বন্ধনের বাইরে বেরোতে পারছেন না। সিপিএমের কিছু আইনজীবী আছেন এবং বিচারব্যবস্থাও....! নাম বলব না, আপনারা সবাই জানেন।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের একাংশকে বিভ্রান্ত করে নিজে সংবাদমাধ্যমের আলোয় আলোকিত হয়ে নিজের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ তৈরি করা কারও লক্ষ্য হয়ে থাকে, তবে কোনও দিন কেউ সুবিচার পাবেন না।’’ তবে কারও নাম না নিয়েই অভিষেক এই মন্তব্য করেন। ফলে এই মন্তব্য কার দিকে ইঙ্গিত? তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন, অভিষেকের এই মন্তব্য কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেই। কারণ, নিয়োগ দুর্নীতি মামলায় সাম্প্রতিক কিছু ঘটনাবলির সঙ্গে এই মন্তব্যের মিল খুঁজে পাচ্ছেন। প্রসঙ্গত, স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর এই নির্দেশের ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ শিক্ষা দফতরের অনেক আধিকারিক এখন জেলে রয়েছেন। অন্য দিকে, একাধিক বার নানা মন্তব্য করে শিরোনামে এসেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি।

Advertisement

চাকরিপ্রার্থীদের সুবিচার প্রসঙ্গে সরব হন অভিষেক। তাঁর কথায়, ‘‘আমি অনুরোধ করব যাঁরা রাস্তায় বসে আছেন, বিচারব্যবস্থা যেন তাঁদের নির্ভীক, নির্ভয়ে, নির্দ্বিধায় সুবিচার দেয়। আইনি জটিলতা কাটিয়ে দ্রুত চাকরি সুনিশ্চিত করুক বিচারব্যবস্থা।’’ রবিবার নিজের বক্তব্যে চাকরিপ্রার্থীদের নিয়ে সরকারের অবস্থানও জানান অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘‘চাকরিপ্রার্থীদের বলব সত্যের সঙ্গে আসুন। সরকার চায় আপনাদের সবার চাকরি হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement