Humayun Kabir

সতর্ক করল তৃণমূল, সুর নরম হুমায়ুনেরও

বিধানসভায় মঙ্গলবার পরিষদীয় শৃঙ্খলা-রক্ষা কমিটির বৈঠকে ডেকে হুমায়ুনকে জানানো হয়েছে, তিনি যা করেছেন তা দলের মত এবং সংবিধান-বিরোধী। এই ধরনের কাজ করা যাবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০৮:৩৩
Share:

হুমায়ুন কবীর। —ফাইল চিত্র।

‘উস্কানিমূলক’ মন্তব্যের জন্য ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবীরকে চূড়ান্ত সতর্ক করল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় মঙ্গলবার পরিষদীয় শৃঙ্খলা-রক্ষা কমিটির বৈঠকে ডেকে হুমায়ুনকে জানানো হয়েছে, তিনি যা করেছেন তা দলের মত এবং সংবিধান-বিরোধী। এই ধরনের কাজ করা যাবে না। হুমায়ুন জানিয়েছেন, দলের নির্দেশ মেনে চলবেন। তবে তাঁর বক্তব্য থেকে সরছেন কি না জানতে চাওয়া হলে, বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি।

Advertisement

কমিটির সদস্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমদের উপস্থিতিতে এ দিন হুমায়ুনের কাছে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কমিটির প্রধান শোভনদেব চট্টোপাধ্যায়। পরে শোভনদেব বলেছেন, “ওঁকে বুঝিয়েছি, নেত্রীর নির্দেশ, সবাইকে শৃঙ্খলা মানতে হবে। উনি বুঝেছেন। কথা দিয়েছেন, এমন কিছু বলবেন না, যাতে দলের অস্বস্তি হয়।

অতীতে বহু বার নানা মন্তব্য করে দলকে ‘বিড়ম্বনা’য় ফেলেছেন হুমায়ুন। গত লোকসভা ভোটের আগে এক সম্প্রদায়ের উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে তাঁরা ক্ষমতায় এলে সংখ্যালঘু বিধায়কদের ‘চ্যাংদোলা’ করে রাস্তায় ফেলার ‘হুমকি’ দিলে পাল্টা ‘ঠুসে দেওয়া’র কথা শোনা গিয়েছিল হুমায়ুনের মুখে। তার পরেই দল কারণ দর্শানোর নোটিস (‌শো-কজ়) পাঠালেও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছিলেন হুমায়ুন। এ-ও বলেছিলেন, দলের থেকে ‘জাত’ বড়। এই সমস্ত প্রেক্ষিতেই হুমায়ুনকে ডেকে পাঠিয়ে সতর্ক করেছেন শোভনদেব। শৃঙ্খলার ‘পাঠ পড়ে’ বেরিয়ে হুমায়ুনও বলেছেন, “বিধায়ক হিসেবে দলের শৃঙ্খলা, নেত্রীর নির্দেশ মেনে চলব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement