Army Jawan Holding an Umbrella

বিজেপি নেতার মাথায় জওয়ানের ছাতা, কটাক্ষ

সম্প্রতি দুর্গাপুরের তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের মাথায় রাজ্য পুলিশের এক কনস্টেবলের ছাতা ধরে রাখার ছবি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ০৭:২৭
Share:

এই ছবি ঘিরে বিতর্ক। —নিজস্ব চিত্র।

বিজেপি বিধায়কের মাথায় ছাতা ধরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান, সমাজমাধ্যমে এমন ছবি (আনন্দবাজার সেটির সত্যতা যাচাই করেনি) নিয়ে সরব হল তৃণমূল। ছবিটিতে একটি সভায় দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের পিছনে ছাতা হাতে দেখা গিয়েছে এক জওয়ানকে। সম্প্রতি দুর্গাপুরের তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের মাথায় রাজ্য পুলিশের এক কনস্টেবলের ছাতা ধরে রাখার ছবি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার লক্ষ্মণের ছবিটি নিয়ে শুভেন্দুর উদ্দেশ্যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ রবিবার পাল্টা প্রশ্ন তোলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কাজ কি দুর্গাপুরের বিধায়কের মাথায় ছাতা ধরে থাকা?’

Advertisement

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে অন্ডালে জেলা পরিষদ প্রার্থীর সমর্থনে সভা করেন লক্ষ্মণ। সেখানেই ওই ঘটনা ঘটে। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের অভিযোগ, ‘‘এ ভাবেই কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করছে বিজেপি। বাহিনীকে কী কাজে লাগানো দরকার, আর কী কাজে ব্যবহার করা হচ্ছে!’’ দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের প্রতিক্রিয়া, ‘‘তৃণমূল ও বিজেপি একই মুদ্রার দু’টি পিঠ! এটাই দুই দলের সংস্কৃতি।’’

বিজেপি বিধায়ক লক্ষ্মণের বক্তব্য, ‘‘সভা চলাকালীন হঠাৎ বৃষ্টি শুরু হয়। তা থেকে বাঁচতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিজেই ছাতা ধরেছিলেন। আমি তাঁর সামনে ছিলাম।’’ ওই জওয়ান তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন জানিয়ে তাঁর দাবি, ‘‘তৃণমূল রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। তাই খড়কুটোর মতো যা পাচ্ছে আঁকড়ে ধরতে চাইছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement