TMC

বৈশাখেই বদল, ভাবনা তৃণমূলে

দলের জেলা থেকে ব্লক, নতুন বাংলা বছরে নতুন মুখে সংগঠন সাজার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দলই নয়, দলের শাখা সংগঠনেও প্রয়োজন মতো পদাধিকারী বদলের এই প্রক্রিয়ায় এ বার সবুজ সঙ্কেত দেওয়ার কথা তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ০৮:২৪
Share:

— প্রতীকী চিত্র।

পৌষে আটকে যাওয়া সাংগঠনিক রদবদল বৈশাখেই সেরে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস।
দলের জেলা থেকে ব্লক, নতুন বাংলা বছরে নতুন মুখে সংগঠন সাজার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দলই নয়, দলের শাখা সংগঠনেও প্রয়োজন মতো পদাধিকারী বদলের এই প্রক্রিয়ায় এ বার সবুজ সঙ্কেত দেওয়ার কথা তাঁর। বাংলা নতুন বছরের শুরুতে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা জেলা কমিটি দিয়ে। সেই সঙ্গে বিধানসভা ভিত্তিক পরিস্থিতি বিশ্লেষণেরও একটি পরিকল্পনার কথাও প্রাথমিক ভাবে ভেবে রেখেছেন দলীয় নেতৃত্ব।

Advertisement

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ভোটার তালিকা যাচাইয়ে ধারাবাহিক কর্মসূচি স্থির করছে তৃণমূল। চলতি মাসেই এ ব্যাপারে সব স্তরের নেতাদের নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিক কাঠামো তৈরির কথা বলেছিলেন, পয়লা বৈশাখের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। তারপরই দলের মূল কমিটিগুলিতে হাত দিতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। অভিষেকের ওই বৈঠকের দিনই এ ব্যাপারে তাঁর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর।

বিধানসভা নির্বাচনের আগে ভোট ও দলের কাজে গতি রাখতে প্রায় সমান্তরাল এই ব্যবস্থা করছে তৃণমূল। ভোটার তালিকা যাচাইয়ে জেলা, ব্লক ও অঞ্চল স্তরে দায়িত্ব ভাগ করে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তা শেষ করে মূল কাজ শুরু করার পরিকল্পনা করেছেন দলীয় নেতৃত্ব। আর নিয়মিত রাজনৈতিক কাজ পরিচালনার জন্য দলের মূল কমিটিগুলি সাজার কাজ শুরু হবে। ভোটার তালিকা সংক্রান্ত কাজের ভারপ্রাপ্তরা শুধু সেই কাজই করবেন। জেলা ও রাজ্য স্তরে সংশ্লিষ্ট নেতারা তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখবেন তাঁরা। আর দলের নিয়মিত রাজনৈতিক কাজের জন্য জুনের মধ্যে মূল সাংগঠনিক রদবদল সারতে চান দলীয় নেতৃত্ব।

Advertisement

গত বছর সেপ্টেম্বরে দলে রদবদলের নির্দিষ্ট প্রস্তাব মমতার কাছে পাঠান অভিষেক। সেই প্রস্তাব পর্যালোচনা শুরু হলেও পৌষ মাসে তা করতে না চাওয়ায় গোটা প্রক্রিয়া খানিকটা পিছিয়ে দেন তৃণমূল নেত্রী। তারপর প্রায় দু’মাস ধরে তৃণমূলের বিধায়কদের কাছ থেকেও রদবদল নিয়ে লিখিত ভাবে মতামত নিয়েছেন মমতা। তা নিয়ে কয়েক দফায় রাজ্য সভাপতির সঙ্গে আলোচনাও হয়েছে তাঁর। দলীয় সূত্রে খবর, রাজ্য স্তরে পর্যালোচনায় প্রায় অর্ধেক জেলায় দলীয় সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে। তবে ব্লক ও টাউন স্তরে রদবদলের ক্ষেত্রে জেলার নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে দায়িত্ব বণ্টনের কথা ভাবা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement