বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকিম। ফাইল চিত্র।
রাজ্যে সরকার ‘আর টিকবে না’ বলে ফের হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই সরাসরি নাম না করে তাঁর দাবি, “শুধু ভাতিজা (ভাইপো) নয়, বুয়াকেও (পিসি) ভেতরে (জেলে) যেতে হবে।” রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের পাল্টা হুমকি, “পারলে ওরা ভেঙে দেখাক।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে তৃণমূলের মন্ত্রী অখিল গিরির মন্তব্য, নিয়োগ কেলেঙ্কারি ও পাচার কাণ্ডের বিরুদ্ধে রাজ্য বিজেপির মহিলা মোর্চার ডাকে সোমবার কলেজ স্কোয়ার থেকে মিছিল হয়। পরে ধর্মতলার ওয়াই চ্যানেলের সভায় শুভেন্দু বলেন, “মানুষ সব দেখছে। এই সরকার আর টিকবে না। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পরই পশ্চিমবঙ্গ। আপনারা শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকুন।” রাজ্যের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস শপথ নেবেন বুধবার। তার আগে শুভেন্দুর এই ধরনের বক্তব্য রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এড়ায়নি। তবে তাতে বাড়তি গুরুত্ব দেওয়ার এখনই প্রয়োজন আছে বলে কেউ মনে করে না।
শুভেন্দুর আরও দাবি, “রাজ্যের একাধিক শিল্পপতি, সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা কেন বাংলার লিওনার্দো দ্যা ভিঞ্চির ছবি কিনেছে সব সামনে আসবে। অপেক্ষা করুন।” এ ক্ষেত্রেও নির্দিষ্ট ভাবে কোনও ব্যক্তির নাম না করে তাঁর বক্তব্য, “আপনার ছবি কে কিনেছে তাই নিয়ে তদন্ত হবে। ভাববেন না সারদা তদন্ত পুরোনো হয়ে গিয়েছে। আদালতের নির্দেশে বৃহত্তর ষড়যন্ত্রে কারা যুক্ত তা খুঁজে বার করতে তদন্ত চলছে।” ববির চ্যালেঞ্জ, “বুকের পাটা থাকলে নাম করে বলে দেখুন।”
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “২০১৩ সালের মামলা। শুভেন্দুকে প্রশ্ন করছি, এতদিনে তিনি ঠিক কী কারণে এ নিয়ে কোনও কথা বলেননি? সুদীপ্ত সেনের চিঠিতে ওঁর কথা লেখা আছে। শুভেন্দুকেও আমি আদালত পর্যন্ত টেনে নিয়ে যাব।”
এ দিন দুপুর ২টোর পরে কলেজ স্কোয়ার থেকে মহিলা মোর্চা। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী প্রমুখ। লকেটের অভিযোগ, “মহিলা মুখ্যমন্ত্রীর আমলে প্রতিদিন রাজ্যে নারী নির্যাতন বাড়ছে। নারীরা সুরক্ষিত নন।” অখিলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি। অখিল অবশ্য এ দিনও বলেন, তিনি ক্ষমা চেয়েছেন। এর পরে এই নিয়ে বিতর্ক অবাঞ্ছিত।
এ দিন মিছিলের শুরুতে সুকান্ত বলেন, “ডিসেম্বরে যত ঠান্ডা পড়বে ততই কাঁপুনি বাড়বে তৃণমূলের। গোটা মন্ত্রীসভা জেলের ভেতরে থাকবে।” ববির জবাব, “মানুষের রায়ে তৃতীয় বার ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অগণতান্ত্রিক পথে পা রাখলে আদালতে থাপ্পড় খাবেন।”