ইভিএম নিয়ে যৌথ দরবারে রাজি ইয়েচুরিরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বাংলায় পঞ্চায়েত তো বটেই, পুরভোটও ব্যালটে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৪:১৮
Share:

—ফাইল চিত্র।

বিজেপিকে আটকাতে তৃণমূলের প্রতি ‘নরম’ হওয়ার প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছেন সিপিএম নেতৃত্ব। কিন্তু বৈদ্যুতিন ভোটযন্ত্র (ইভিএম) নিয়ে নির্বাচন কমিশনের কাছে সব বিরোধী দল একসঙ্গে দরবার করতে যেতেই পারে বলে বুঝিয়ে দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বাংলায় পঞ্চায়েত তো বটেই, পুরভোটও ব্যালটে হবে। এই নিয়ে প্রশ্নের জবাবে মঙ্গলবার ইয়েচুরি বলেন, স্থানীয় ভোট কী ভাবে হবে, তা রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। বাংলায় ব্যালটে ভোট হলেই সমস্যার সমাধান হবে, এমনও মনে করেন না তাঁরা। তবে ইয়েচুরির কথায়, ‘‘ইভিএম নিয়ে সন্দেহের নিরসনে কমিশনের উচিত বিশেষজ্ঞ কমিটি গড়া। এই বিষয়ে সিপিএম, তৃণমূল, এমনকি বিজেপিও চাইলে দরবার করতে যেতে পারে। এটা তো রাজনৈতিক জোট নয়! এটা সুষ্ঠু ও অবাধ ভোটের প্রশ্ন।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement