Birbhum Incident

শিঙাড়ার সঙ্গে বাড়তি চাটনি দেয়নি দোকানের কর্মী, চড় মেরে বিতর্কে বীরভূমের তৃণমূল কাউন্সিলর

বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুরের একটি দোকানে শিঙাড়া কেনার পর বাড়তি চাটনি চান দুবরাজপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। তা নিয়ে দোকানের ওই কর্মীর সঙ্গে তাঁর বাদানুবাদ হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৪:০৩
Share:
থানায় তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন।

থানায় তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। —নিজস্ব চিত্র।

শিঙাড়ার সঙ্গে বাড়তি চাটনি দেননি দোকানের কর্মী। রাগে সেই কর্মীকে চড় মেরে বিতর্কে জড়ালেন বীরভূমের এক তৃণমূল কাউন্সিলর। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দুবরাজপুর থানার পুলিশ। বেশ কয়েক ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। রাতে ওই কাউন্সিলরকে আটক করে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুরের শ্মশানকালী মন্দিরের কাছে একটি দোকানে শিঙাড়া কেনার পর বাড়তি চাটনি চান দুবরাজপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। তা নিয়ে দোকানের ওই কর্মীর সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হঠাৎই দোকানের কর্মচারীকে চড় মারেন নাজিরউদ্দিন।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দুবরাজপুর থানা মোড়ের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। জাতীয় সড়কের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় এবং দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে। হাজির হন উপ পুরপ্রধান মির্জা সৌকত আলি-সহ অন্য কাউন্সিলরেরাও।

Advertisement

পুলিশ রাতেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে আটক করে সদাইপুর থানায় নিয়ে যায়। পরে তাঁকে দুবরাজপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সকলের সামনে তিনি ক্ষমা চাইলে তাঁকে মুক্তি দেওয়া হয়।

তবে এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়েরা। তাঁদের প্রশ্ন, অপরাধ করেও কি শুধুমাত্র ক্ষমা চেয়েই মুক্তি পাওয়া যায়? যদি এই ঘটনা অন্য কেউ ঘটাতেন, তবে তাঁকেও এ ভাবে ছেড়ে দেওয়া হত কি না, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement