ছাত্র কমিটিতে পড়ুয়ারা, নয়া নীতি চালু তৃণমূলে

দ্বিতীয় ইনিংস শুরু করেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সংগঠনকে ঢেলে সাজবেন। কলেজে ভর্তির মরসুমে ছাত্র সংগঠনই যে তাঁর প্রথম নজর ফের তার ইঙ্গিত মিলল সোমবার।

Advertisement
শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৯:০৮
Share:

দ্বিতীয় ইনিংস শুরু করেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সংগঠনকে ঢেলে সাজবেন। কলেজে ভর্তির মরসুমে ছাত্র সংগঠনই যে তাঁর প্রথম নজর ফের তার ইঙ্গিত মিলল সোমবার। ছাত্র সংগঠনের নেতৃত্বে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরই স্থান দেওয়া হয়েছে। আগে অশোক রুদ্রকে সরিয়ে রবীন্দ্রভারতীর ছাত্রী জয়া দত্তকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি করা হয়েছিল। এ দিন দলের ছাত্র সংগঠনের নতুন কমিটির পদাধিকারীদের নামের তালিকা জয়ার কাছে পাঠিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement