ফাইল চিত্র।
পাঁচ বছর আগে একক ক্ষমতায় দার্জিলিং পুরসভায় একটি আসন জিতেছিল তৃণমূল। তার পরেই শাসকদলের উত্থানে ‘বিচলিত’ হয়ে নতুন করে গোর্খাল্যান্ড আন্দোলনের ডাক দিয়েছিলেন বিমল গুরুং। সেই তৃণমূলের সঙ্গেই এ বারে ‘কৌশলী সমঝোতা’ করে পুরভোটে লড়তে চলেছেন গুরুং। যদিও তৃণমূল নেতৃত্ব থেকে এখনও জোট বা সমঝোতার কথা সরকারি ভাবে স্বীকার করা হয়নি, তবে পাহাড় তৃণমূলের তরফে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। এই ‘সমঝোতা সূত্র’ মেনে দার্জিলিং পুরসভার ৩২টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী দিল তৃণমূল। এর পরে বিমল গুরুং যে ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেন, সেই তালিকায় তৃণমূলের ১০টি আসন নেই।
পাহাড় তৃণমূল বিধানসভা ভোটেও বিমল গুরুংদের সমর্থন করেছিল। এ বারেও মোর্চা নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর, প্রথমে রবিবার রাতে, তার পরে সোমবার সকালে শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি হোটেলে মোর্চা-তৃণমূল বৈঠক হয়। সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন গৌতম দেব, বিনয় তামাংও। মোর্চার তরফে ছিলেন রোশন গিরি এবং পিটি ওলা। সোমবার বিকেলে তৃণমূল ১০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। বৈঠকের পরে রোশনেরা ফিরে যান দার্জিলিঙে। প্রথমে ৯টি ওয়ার্ডের কথা বললেও পরে পার্টি অফিস থেকে ১৩টি ওয়ার্ডে প্রার্থী তালিকা ঘোষণা করে দেন স্বয়ং গুরুং। তিনি জানান, আজ মঙ্গলবার বাকি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। পাহাড়ের নেতারা বলছেন, ‘‘দিনের শেষে দুই দলের ঘোষণা করা প্রার্থী তালিকা দেখে বোঝাই যাচ্ছে, এখনও একে অপরের আসনে প্রার্থী দেয়নি। এটা সমঝোতা তা পরিষ্কার।’’ যদিও অরূপ বিশ্বাস বলেন, ‘‘আমরা দলনেত্রীর অনুমোদন নিয়ে নিজেদের শক্তিতে ১০টি আসনে লড়াই করছি।’’ আর দার্জিলিং জেলার পুরভোটের সদ্য দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘পাহাড়ের নেতাদের সঙ্গে কথা বলেই ১০টি আসন ঠিক হয়েছে।’’
তৃণমূল যে ১০টি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে, সেগুলি হল ২, ৫, ৮, ১৩, ১৪, ১৮, ২০, ২৫, ৩১ এবং ৩২। এর মধ্যে ৩১ নম্বর ওয়ার্ড থেকে ২০১৭ সালে তৃণমূলের টিকিটে জিতেছিলেন চুংচুং ভুটিয়া। তিনি এ বারেও প্রার্থী হয়েছেন। গুরুং এ দিন ৩, ৪, ৯, ১০, ১১, ১৭, ২১, ২২, ২৪, ২৭, ২৮, ২৯ এবং ৩০ নম্বর আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন। গুরুং বলেছেন, ‘‘আমরা দলীয়স্তরে আলোচনা করে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থী দিচ্ছি। অনেকের সঙ্গেই তো কথা হয়। জোটের কিছু নেই।’’ একই কথা বলেন রোশন গিরিও। কিন্তু তৃণমূল নেতা বিনয় তামাং বলেন, ‘‘আমরা দু’পক্ষ বসে আলোচনা করেছি। আসন ঠিক হয়েছে। নিজেদের মতো করে লড়ব।’’