TMC

কেউ ভয় দেখায়নি, বলছেন বাসুদেব

এত দিন পরেও কেন বাসুদেব বাউলের কথা মনে পড়ল না রাজ্যের শাসক দলের, সেই প্রশ্ন তুলে এ দিন ফেসবুকে পোস্ট করেন অনুপম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বোলপুর শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০৪:২০
Share:

বাসুদেব বাউলের সঙ্গে অমিত শাহ। ছবি পিটিআই।

শান্তিনিকেতনের বাসুদেব দাস বাউলকে ঘিরে রাজনীতির চাপানউতোর অব্যাহত। বীরভূম সফরে এসে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেও তিনি চলে যাওয়ার পরে বিজেপি-র কেউ তাঁর পরিবারের খোঁজ নেননি বলে মঙ্গলবার আক্ষেপ করেছিলেন বাসুদেব। ওই দিনই বোলপুরে দলীয় কার্যালয়ে জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল ওই বাউল শিল্পীকে পাশে নিয়ে তাঁর মেয়ের উচ্চশিক্ষার বিষয়ে আশ্বাস দেন।

Advertisement

এ বার পাল্টা দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। ক্ষমতায় আসার এত দিন পরেও কেন বাসুদেব বাউলের কথা মনে পড়ল না রাজ্যের শাসক দলের, সেই প্রশ্ন তুলে এ দিন ফেসবুকে পোস্ট করেন অনুপম। তাঁর দাবি, ‘‘তৃণমূল সরকারের গত ১০ বছরে ওই বাউলের দুঃখকষ্টের কথা মনে পড়েনি, অথচ অমিত শাহের মধ্যাহ্নভোজনের পরেই হঠাৎ করে তাঁকে মনে পড়ল!’’ এর প্রতিক্রিয়ায় জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিংহ বলেন, ‘‘ওই বাউল শিল্পী ভাতা পেয়েছেন, সরকারি সমস্ত সুযোগসুবিধাও পাচ্ছেন। অথচ তাঁর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে খাওয়াদাওয়া পরেও শিল্পীর পারিবারিক সমস্যা নিয়ে কোনও রকম খোঁজ নিলেন না বিজেপি নেতারা!’’ তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই বিজেপি এই ধরনের কর্মসূচি করছে। এই তরজা থেকে দূরে, এ দিন বাসুদেব বাউলকে পাওয়া গেল বোলপুরের ডাকবাংলো মাঠে, ‘বাংলা সংস্কৃতি মঞ্চ’ আয়োজিত ‘পৌষপার্বণ’ উৎসব প্রাঙ্গণে। পৌষমেলার আদলে হওয়া এই উৎসবের মঞ্চে একতারা হাতে গান গাইলেন তিনি। তাঁর গান শুনলেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু, দোলা সেন প্রমুখ। বোলপুর ২৯ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো-এ বাউলদের সঙ্গে থাকবেন বাসুদেবও।

ফেসবুকে অনুপমের দাবি, ২০২১ সালে ওই বাউল শিল্পী নিজের মুখে ‘তৃণমূলের তাঁকে সপরিবার তুলে নিয়ে যাওয়ার’ কাহিনি বলবেন।

Advertisement

আরও পড়ুন: ময়দান নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা, নড়ে বসল লালবাজার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement