—ফাইল চিত্র
সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। সোমবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এমনকি, ঝড়-বৃষ্টি চলতে পারে গোটা সপ্তাহ জুড়েই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের পাশাপাশি পশ্চিম এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। গতিবেগ কোথাও কোথাও প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটারেরও বেশি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। শুক্র এবং শনিবারও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সেই সঙ্গে তার কাছাকাছি একটি ঘূর্ণাবর্তও রয়েছে। নিম্নচাপটি এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্য দিকে মধ্যপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত এবং রাজস্থান থেকে এ রাজ্যের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে। এ দুইয়ের প্রভাবে প্রচুর জলীয় বাস্প ঢুকছে রাজ্যের দিকে। ফলে তার জেরে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।
আরও পড়ুন: অজমের-কোচি থেকে শ্রমিকদের নিয়ে আজ বাংলার ট্রেন
গত কয়েক দিনের মতোই কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা খুব একটা বাড়েনি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৫১, সর্বোচ্চ ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩.৪ মিলিমিটার।
আরও পড়ুন: সবচেয়ে বিপদের ২০-র তালিকায় কলকাতা, নয়া দল পাঠাচ্ছে কেন্দ্র
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)