কলকাতায় গরমের অস্বস্তির মাঝেই ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। —ফাইল চিত্র।
চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া গরমের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। বসন্তের আমেজও প্রায় উধাও। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। এর ফলে তাপমাত্রাও বেশ কিছুটা কমতে পারে। ফিরতে পারে স্বস্তি।
সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া, দক্ষিণের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর গরমের সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে গরম কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। হাওড়া, হুগলি-সহ বাকি জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
রবিবারের চেয়ে সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তার পর থেকে আগামী চার দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় আবার সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলায় তাপমাত্রা মোটের উপর শুকনো থাকবে।