West Bengal Weather Update

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরের চার জেলায়, দার্জিলিঙে তুষারপাত! দক্ষিণে আবহাওয়া কেমন

কালিম্পং এবং দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের অন্তত চারটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৫
Share:
Thunderstorm and rain forecast for North Bengal over the next few days

উত্তরবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হল উত্তরবঙ্গের চারটি জেলায়। তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির পাশাপাশি হতে পারে তুষারপাতও। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে মূলত শুকনো। তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার। কালিম্পং এবং দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী দু’দিন তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা কম। তার পরের দু’দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি চড়তে পারে পারদ।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

রাজস্থানের উপরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসতে পারে আগামী ২ মার্চ। সেই কারণেই উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement