Uttarakhand

Uttarakhand: উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে বাঙালি পর্যটকদের গাড়ি, মৃত ৩

সোমবার সকালে উত্তরাখণ্ডের কেদারতালে ট্রেকিং করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তাঁরা। তবে পথে গাড়ি দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২২ ০৩:০৬
Share:

প্রয়াত মদনমোহন ভুঁইয়া ও তাঁর স্ত্রী ঝুমর ভুঁইয়া।

উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এ রাজ্যের এক দম্পতি-সহ তাঁদের সন্তানের। সোমবার সকালে উত্তরাখণ্ডের কেদারতালে ট্রেকিং করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তাঁরা। তবে পথে গাড়ি দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মারা গিয়েছেন মদনমোহন ভুঁইয়া (৫৮) ও তাঁর মধ্যবয়সি স্ত্রী ঝুমর ভুঁইয়া এবং ২৩ বছরের ছেলে নীলেশ ভুঁইয়া। ১১ জনের একটি দলের সঙ্গে ট্রেকিংয়ে বেরিয়েছিলেন এই দম্পতি এবং তাঁদের ছেলে। বুধবার সকালে দু’টি গাড়িতে করে তাঁরা বেরিয়েছিলেন। তবে পথে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রতিবেশীরা জানিয়েছেন, পেশায় লাইব্রেরিয়ান মদনমোহনের বেড়াতে যাওয়ার নেশা ছিল। বিশেষত পাহাড়ে চড়ার প্রতি আগ্রহ ছিল তাঁর। মদনমোহনদের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন দেবাশিস ঘোষ নামে এক প্রতিবেশী। তিনি বলেন, ‘‘২০১৮ সালে আমাদের সঙ্গে গোমুখ গিয়েছিলেন মদনমোহনবাবুরা। এ বার তাঁদের সঙ্গে আমারও উত্তরখাণ্ড যাওয়ার কথা ছিল। তবে যাওয়া হয়ে ওঠেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement