Threat mail

রাজভবন, জাদুঘর উড়িয়ে দেওয়ার দাবি করে ইমেল, তদন্ত শুরু লালবাজারের

হুমকি মেল পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে রাজ্যের পুলিশ প্রশাসন। তদন্তভার হাতে নিয়ে কাজ শুরু করে দিয়েছে লালবাজার। তবে এখনও পর্যন্ত কাউকে এই মামলায় গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৭:২৩
Share:

— প্রতীকী চিত্র।

রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি চিঠিতে তুলকালাম। ভারতীয় জাদুঘর-সহ একাধিক সরকারি কার্যালয় এবং পরিচিত স্থানে বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে ইমেল। হুমকি ইমেল কোথা থেকে এল, কে পাঠাল, তার তদন্ত শুরু করেছে লালবাজার।

Advertisement

নাশকতার হুমকি দিয়ে ইমেলে চাঞ্চল্য। রাজভবন, ভারতীয় জাদুঘরের পাশাপাশি আরও কয়েকটি সরকারি অফিসে বোমা রাখার দাবি। ‘টেরোরাইজ়ার ১১১’ নাম দিয়ে নিজেদের একটি জঙ্গি গোষ্ঠী বলে দাবি করা হয়েছে। সেখানে সতর্ক করে বলা হয়েছে যে, আমরা আপনাকে অবগত করাতে চাই যে, আপনার বাড়ির বেশ কয়েকটি জায়গায় আমরা একাধিক বিস্ফোরক বসিয়ে রেখেছি। বিস্ফোরণে যাতে বহু মানুষের মৃত্যু হয় আমরা তা নিশ্চিত করব। নিজেদের জঙ্গি সংগঠন বলে দাবি করা ওই ইমেলে দাবি করা হয়েছে যে, বহু মানুষের মৃত্যু ঘটানোই তাদের উদ্দেশ্য।

হুমকি মেল পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে রাজ্যের পুলিশ-প্রশাসন। তদন্তভার হাতে নিয়ে কাজ শুরু করে দিয়েছে লালবাজার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement