—ফাইল চিত্র।
এর আগে ২৪ বার পালিত হয়েছে তৃণমূলের শহিদ দিবস। এ বার ২৫তম শহিদ স্মরণ। কিন্তু একগুচ্ছ কারণে অনেকটা আলাদা এ বারের শহিদ দিবস। একগুচ্ছ কারণে বিশেষ তাৎপর্যপূর্ণও। তাই শুধু রাজ্যের নয় গোটা দেশের রাজনৈতিক শিবিরের নজরই আজ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের দিকে।
তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একুশে জুলাইয়ের জৌলুস বছর বছর বেড়েছে। এ বারের আয়োজন সবচেয়ে বড়। কেন এত বড় আয়োজন, কী কী ঘটতে চলেছে এ বারের শহিদ স্মরণের মঞ্চে, কী বার্তা দিতে চলেছেন তৃণমূলনেত্রী— সব কিছু নিয়েই এ বার রাজনৈতিক মহলে জল্পনা বিস্তর। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ শহিদ স্মরণও বটে। অতএব এই সমাবেশ থেকেই যে নির্বাচনী যুদ্ধের ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায় বাজিয়ে দেবেন, তা নিয়েও কোনও সংশয় নেই।
অনেকের দলবদলের সাক্ষী থাকতে পারে এ বারের একুশেও। জল্পনা রয়েছে বেশ কয়েকটি নাম নিয়ে। সব মিলিয়ে ঘটনা বহুল শহিদ দিবস তথা অঙ্গীকার দিবস পালিত হতে চলেছে এ বার।
আরও পড়ুন: ‘ঘুরে না দাঁড়ালে বেইমানি হবে যে!’ একুশের আগে চোখ ছলছল চুনা-কালীর
এক ঝলকে দেখে নেওয়া যাক, নজর থাকবে কোন কোন দিকে:
• শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে বেশ কয়েক জন কংগ্রেস বিধায়ক দল বদলে সামিল হতে পারেন তৃণমূলে। মইনুল হক, আবু তাহের, আখরুজ্জামান, সমর মুখোপাধ্যায়দের নাম শোনা যাচ্ছে। কার্ শেষ পর্যন্ত এলেন, দেখার অপেক্ষায় রাজনৈতিক শিবির।
• শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, কয়েক জন কংগ্রেস সাংসদও দলবদল করতে পারেন। তিনি কি গনির ভাই ও ভাগ্নি ডালু ও মৌসমের দিকে ইঙ্গিত করেছিলেন? তাঁরা কি তৃণণূলে যোগ দেবেন একুশের মঞ্চে? সম্ভাবনা ক্ষীণ। তবু জল্পনা থাকছেই।
• কংগ্রেস ছাড়া অন্য কোনও দলও কি ভাঙবে? বাম বা বিজেপি থেকে কি কেউ যোগ দেবেন তৃণমূলে? নজর থাকছে সে দিকেও।
• ২০১৭-র শহিদ স্মরণেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি দখলের ডাক দিয়েছিলেন। ২০১৮-র শহিদ দিবসের নাম তিনি দিয়েছেন ‘অঙ্গীকার দিবস’? কিসের অঙ্গীকার? দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে হঠানোর অঙ্গীকার? নাকি দিল্লির মসনদে তৃণমূলের আধিপত্যের অঙ্গীকার? তৃণমূলনেত্রী কী বার্তা দিতে চান? নজর রাখছে সব শিবির।
• সদ্য এ রাজ্যে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আক্রমণ করছেন তৃণমূলকে? মমতা কি জবাবটা একুশের মঞ্চ থেকেই দেবেন? লক্ষ্য রাখছে রাজনৈতিক শিবির।
• শুধু কি মোদীকে জবাব দিয়েই থেমে যাবেন মমতা? নাকি আরও এগিয়ে যাবেন? লোকসভা নির্বাচনের প্রচারাভিযানের সূচনা কার্যত করেই দেবেন একুশের মঞ্চ থেকে? জানার অপেক্ষায় রয়েছে গোটা রাজ্য।
• বিজেপির প্রতি আক্রমণের সুর না হয় চড়া হবে। কংগ্রেস এবং বামেদের প্রতি কী বার্তা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? জানার অপেক্ষায় গোটা রাজ্য।
• মমতার নেতৃত্বে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন। তাঁদের স্মরণেই শহিদ দিবস। সেই মঞ্চ থেকে বামেদের প্রতি কোনও সমঝোতার বার্তা কি দিতে পারবেন মমতা? প্রশ্ন রয়েছে অনেকেরই।
• অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঠিক কেমন হতে চলেছে এ বারের শহিদ সমাবেশে? ডায়মন্ড হারবারের এক সভায় কিছু দিন আগে তৃণমূলের এক ঝাঁক সিনিয়র নেতা ঘোষণা করেছেন, দলের ভবিষ্যৎ নেতা অভিষেকই। তার পরে এই প্রথম বার একুশের মঞ্চে অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কি অভিষেকের ভবিষ্যৎ ভূমিকার কোনও স্বীকৃতি উচ্চারণ করবেন? জানার অপেক্ষায় অনেকেই।
• ২৫ বছর পূর্তি উপলক্ষে শহিদ স্নমরণের আয়োজন এ বার অনেক বড়সড়। ভিড়ের পরিমাণটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? দেখতে চায় রাজ্যের রাজনৈতিক শিবির।