Mamata Banerjee

এ বার শিক্ষক দিবসে ৫২ জন শিক্ষক-শিক্ষিকাকে শিক্ষারত্ন পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা

মঙ্গলবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষা দফতরের তরফে শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৭
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

এ বার শিক্ষক দিবসেও শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষা দফতরের তরফে শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Advertisement

শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এ বার শিক্ষারত্ন পাবেন মোট ৫২ জন শিক্ষক। এর মধ্যে রয়েছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন অধ্যাপক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়ের ২৫ জন ও প্রাথমিক বিদ্যালয়গুলির ১৫ জন। সঙ্গে রাজ্যের ১৩টি বিদ্যালয়কে দেওয়া হবে সেরা বিদ্যালয় পুরস্কার।

তবে এ বার মাত্র পাঁচ জন শিক্ষককেও সরাসরি শিক্ষারত্ন পুরস্কার তুলে দেবেন মমতা। বাকিরা পুরস্কার পাবেন জেলায় জেলায় আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানেই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বিভিন্ন জেলার শিক্ষা আধিকারিকদের কাছে এই বিষয়ে একটি নির্দেশিকাও পৌঁছে গিয়েছে। যেখানে বলা হয়েছে, শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে হবে ওইদিন দুপুর ১টায়। জেলা স্তরের শিক্ষা আধিকারিকদের এই অনুষ্ঠানে ভার্চুয়াল উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement