Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে কমানো হচ্ছে কোভিড হাসপাতাল, চালু করা হচ্ছে অন্য রোগীদের পরিষেবা

বর্তমানে ৬১৬টি সরকারি এবং সরকার অধিগৃহীত বেসরকারি  হাসপাতাল, সেফ হোমে কোভিড রোগীদের চিকিৎসা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ২৩:২৮
Share:

ফাইল চিত্র।

রাজ্যে কোভিড সংক্রমণ গত এক মাসে নিম্মমুখী। তাই কোভিড রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। উত্তর ২৪ পরগনা এবং হাওড়ার কোভিড চিকিৎসার জন্য নির্দিষ্ট ১৩টি হাসপাতালে এ বার অন্য রোগীদের জন্য পরিষেবা চালু হচ্ছে। বুধবার নির্দেশিকা জারি করে জেলা স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাল স্বাস্থ্য ভবন।

Advertisement

বর্তমানে ৬১৬টি সরকারি এবং সরকার অধিগৃহীত বেসরকারি হাসপাতাল, সেফ হোমে কোভিড রোগীদের চিকিৎসা হয়। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী ৯ থেকে ১৫ অগস্ট রাজ্যে দৈনিক গড় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮০। অন্য দিকে, করোনা রোগীদের জন্য বিভিন্ন হাসপাতালে বেড বরাদ্দ করে রাখায় কোভিড ছাড়া অন্য রোগীদের সরকারি হাসপাতালে চিকিৎসা এবং ভর্তি হতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। মূলত এই দু’টি কারণেই ১৩টি হাসপাতালে কোভিড ছাড়া অন্য রোগীদের পরিষেবা চালু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

যে হাসপাতালগুলিতে নন-কোভিড পরিষেবা চালু করা হচ্ছে— সাগর দত্ত মেডিক্যাল কলেজ, ব্যারাকপুরের বি. এন বসু সাবডিভিশনাল হাসপাতাল, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, বারাসত জেলা হাসপাতাল, বনগাঁর ডক্টর জে. আর ধর সাব ডিভিশনাল হাসপাতাল, খড়দহের শ্রী বলরাম সেবা মন্দির, বরাহনগর স্টেট জেনারেল হাসপাতাল, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল, গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল, উলুবেড়িয়া এবং কামাড়হাটি ইএসআই হাসপাতাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement