Dilip Ghosh

Dilip Ghosh: কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে চান বিদ্রোহীরা, পরিবর্তনের হাওয়ায় শব্দ হয়: দিলীপ

দলের অন্দরে এই কোন্দলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৩:০২
Share:

বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপি-র অন্দরে ডামাডোল অব্যাহত। দলের অভ্যন্তরে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়া বন্ধ করতে রাজ্যস্তরের দুই নেতাকে শো কজের চিঠি দেওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁরা এই চিঠি প্রসঙ্গে দিল্লির শরণাপন্ন হয়েছেন। জেপি নাড্ডার সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছেন। তবে দলের অন্দরে এই কোন্দলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, ‘‘দলের অন্দরে কোন্দলের কোনও ব্যাপার নেই। পরিবর্তনের হাওয়ায় একটু আওয়াজ হয়। সে হতেই পারে। তাতে কোনও অসুবিধা নেই। পরিবর্তন মেনে নিতে সময় লাগে। সময় লাগবে।’’ শোক কজ-এর চিঠি প্রসঙ্গে তাঁর মত,‘‘পার্টি যে কোনও সময়েই যে কোনও কর্মীকে শো কজ করতে পারে। যদি পার্টি মনে করে। তাতে কোনও অসুবিধার কিছু নেই। বাকিটা দলের ব্যাপার। দল বুঝে নেবে।’’

বিজেপি-র মধ্যে এই বিদ্রোহ প্রসঙ্গে সোমবার তৃণমূলের মুখপত্রের সম্পাদকীয়তে তীব্র কটাক্ষ করা হয়েছে। নাম না করে এর জন্য দায়ি করা হয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। লেখা হয়েছে, ‘মন্ত্রী যখন প্রেসার পলিটিক্স করে দলের মুখ পোড়াচ্ছেন, তখন রাজ্য সভাপতি বলছেন, পিকনিককে ঘিরে দলের সম্পর্ক যাত্রা হচ্ছে, এমন খবর তাঁদের কাছে নেই। আশ্চর্যের কথা, রীতিমতো সংবাদমাধ্যমে বক্তব্য রেখে কর্মসূচি ঘোষণা করছেন, আর সভাপতি বলছেন আমি জানি না।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement