যাদবপুর বিশ্ববিদ্যালয়। — ফাইল চিত্র।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের প্রতিনিধি হিসেবে পাঠাল রবিরঞ্জন সেনকে। তিনি কাটোয়া কলেজের ইতিহাস বিভাগের ‘অ্যাসোসিয়েট প্রফেসর’। এ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। মঙ্গলবার রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার রবিরঞ্জনকে যাদবপুরের কোর্ট সদস্য হিসেবে মনোনীত করেছেন। সেই চিঠি তাঁর কাছে এসেছে।
যাদবপুরের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং তৃণমূলের কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েবকুপার যুগ্ম-সম্পাদক মনোজিৎ মণ্ডল বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে যুক্ত নন, এমন আরএসএস-বিজেপির লোকদের যাদবপুরের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পাঠিয়ে ইউজিসি আবার প্রমাণ করল, তারা আসলে বিজেপিরই শাখা সংগঠন। উচ্চ শিক্ষা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই।”
রবিরঞ্জনও এ দিন জানান, তিনি আরএসএস-এর সঙ্গে যুক্ত। তিনি বলেন, “আমি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হওয়া সত্ত্বেও ইউজিসি যদি যাদবপুরের কোর্টের প্রতিনিধি হিসেবে আমায় মনোনীত করে, তাতে আমার কী করার আছে?”