coronavirus

বাজারে ভিড় কমাতে অভিনব কৌশল নিল ভাতার থানার পুলিশ

১০ জন করে ব্যক্তি বাজারে ঢুকে বাজার করছেন। তাঁদের বাজার করা শেষ হলে আবার ১০ জন ঢুকছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাতার শেষ আপডেট: ২২ মে ২০২১ ২২:৪৭
Share:

নিজস্ব চিত্র

বাজার-বিলাসী মানুষকে আটকানো যাচ্ছে না কোনও ভাবেই। তাই বাজারে ভিড় কমাতে এ বার অভিনব কৌশল নিল পুলিশ।

Advertisement

পূর্ব বর্ধমানের ভাতার কৃষক বাজার একটি জনবহুল স্থান। কৃষক বাজারে রয়েছে সবজি ও মাছের দোকান। ভিড় ঠেকাতে নাজেহাল ভাতার থানার পুলিশের প্রাণ কার্যত ওষ্ঠাগত। ওই কৃষক বাজারের দু’টি গেট রয়েছে। ভিড় আটকাতে শেষে বাধ্য হয়ে কৃষক বাজারের একটি গেট সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিতে হল পুলিশ প্রশাসন। বাজার করতে আসা মানুষকে অন্য গেট দিয়েই ঢোকানো ও বের করা হচ্ছে।

১০ জন করে ব্যক্তি বাজারে ঢুকে বাজার করছেন। তাঁদের বাজার করা শেষ হলে আবার ১০ জন ঢুকছেন। নির্দিষ্ট দূরত্ব মেনে লাইনে দাঁড় করানো হচ্ছে তাঁদেরকে। শেষে এই কৌশলেই ভিড় ঠেকাচ্ছে পুলিশ। পুলিশের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। ওই এলাকার এক বাসিন্দা এককড়ি হাজরা বলেন, ভিড় আটকাতে পুলিশের এই উদ্যোগ খুবই ভাল। তবে বাজার করতে একটু সময় লাগে। কারণ মানুষজন তো ঘুরে ঘুরে জিনিসপত্র কেনেন। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, বেঁচে থাকলে অনেক বাজার হবে। তাই পুলিশের উদ্যোগে তিনি খুশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement