SFI

এসএফআই-এর সদস্য ছাড়াল ৮ লক্ষ

তাঁদের অভিযোগ, মুখে বিরোধিতা করলেও, রাজ্যও কার্যত সেই নীতিই মেনে চলছে। সেই সঙ্গে রয়েছে রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রের ‘দুর্নীতি’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ০৪:০০
Share:

—প্রতীকী ছবি।

রাজ্য জুড়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ৮ লক্ষ ৩০ হাজার ৮৪৯ জন ছাত্রছাত্রী এসএফআই-এর সদস্যপদ নিয়েছেন। শিক্ষাবর্ষের শেষ দিনে সংগঠনের তরফে তথ্য দিয়ে এই দাবি করা হয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সভাপতি প্রণয় কার্য্যীদের বক্তব্য, কেন্দ্রীয় জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ধারাবাহিক ভাবে লড়াই চালিয়েছে এসএফআই। তাঁদের অভিযোগ, মুখে বিরোধিতা করলেও, রাজ্যও কার্যত সেই নীতিই মেনে চলছে। সেই সঙ্গে রয়েছে রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রের ‘দুর্নীতি’। এই প্রেক্ষিতে তাঁদের লড়াইয়ের জন্যই এসএফআই-এর প্রতি ছাত্রছাত্রীরা আকৃষ্ট হয়েছেন বলে দাবি। এসএফআই নেতৃত্ব লোকসভা ভোটে বিজেপি, তৃণমূলকে হারানোর ডাকও দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement