Left Front & Bratya Bose

শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবি, যাদবপুরে মিছিলে পা মেলালেন বাম নেতাকর্মীরা

শনিবার তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে অশান্তির ঘটনার পর রবিবার বিকেলে সুকান্ত সেতু থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলে হাঁটলেন রাজ্য বামফ্রন্টের নেতারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২০:৩৩
Share:
রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে যাদবপুরের মিছিলে মহম্মদ সেলিম, মিনাক্ষী মুখোপাধ্য়ায় প্রমুখ।

রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে যাদবপুরের মিছিলে মহম্মদ সেলিম, মিনাক্ষী মুখোপাধ্য়ায় প্রমুখ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবি তুলে মিছিল করল বামফ্রন্ট। শনিবার তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে অশান্তির ঘটনার পর রবিবার বিকেলে সুকান্ত সেতু থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলে হাঁটলেন রাজ্য বামফ্রন্টের নেতারা। শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিগরদের নিয়ে ব্রাত্যর দাপাদাপি, শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ছাত্রনেতার চাপা পড়ার ঘটনার প্রতিবাদে মিছিলে সামিল হন যাদবপুরের বাম ছাত্ররা।

Advertisement

মিছিলে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়, আরএসপি নেতা অশোক ঘোষ, এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য প্রমুখ। শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী। তাঁকে ঘিরে ‘গোব্যাক’ স্লোগানও দেন এসএফআই, আইসা, ডিএসএফের সদস্যেরা। অশান্তি শুরু হয়। দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে চত্বরে। পরে তা ছড়িয়ে পড়ল বিশ্ববিদ্যালয়ের বাইরে যাদবপুরে। ব্রাত্যের গাড়ির টায়ার পাংচার করে দেওয়ার অভিযোগ ওঠে। শিক্ষামন্ত্রীর গাড়ির পাশাপাশি তাঁর পাইলট কারেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। আহত হন ব্রাত্য। বিক্ষোভকারী পড়ুয়াদের পাল্টা অভিযোগ, মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দিয়েছে। তিনি আহত হয়েছেন। পড়ুয়াদের দাবি, ওই ছাত্র যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। সেই ঘটনার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতে মিছিল করল বামফ্রন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement