সংবাদমাধ্যমের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হল পাতলেবাসে। —নিজস্ব চিত্র
বিমল গুরঙ্গের অফিসে আচমকা পুলিশি তল্লাশির জেরে নতুন করে উত্তাল হয়ে উঠল পাহাড়। মোর্চা সমর্থকেরা আগুন ধরালেন পুলিশ ফাঁড়িতে। ঘেরাও করে রাখা হল পুলিশকর্মীদের। বিভিন্ন জায়গায় চলল রাস্তা অবরোধ। পরিস্থিতি সামলাতে পুলিশের পাল্টা লাঠিচার্জ-কাঁদানে গ্যাস।
আরও পড়ুন
গুরুঙ্গের অফিসে পুলিশি তল্লাশি, প্রতিবাদে অবরুদ্ধ পাহাড়, ফাঁড়িতে আগুন
• আগামী ১৯ জুন ত্রিপাক্ষিক বৈঠকে বসবে কেন্দ্র, রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চা।
• কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করলেন রোশন গিরি। বৈঠকে হাজির ছিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া।
রাজনাথের সঙ্গে বৈঠকে রোশন গিরি। —নিজস্ব চিত্র।
• এ দিনের অশান্ত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পাহাড়ে শান্তি চাই, বাংলায় শান্তি আছে। কেউ যদি আইন ভাঙে প্রশাসন ব্যবস্থা নেবে। আইন আইনের পথে চলবে।”
• সূত্রের খবর, এ দিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করবেন রোশন গিরি।
• এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন রোশন গিরি। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বলার জন্য তাঁর সময় পাওয়ার চেষ্টা করছেন তিনি।
• মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির দাবি, “উদ্ধার হওয়া অস্ত্রগুলি ট্র্যাডিশনাল। যে তির-ধনুকগুলি উদ্ধার হয়েছে তা আসলে স্কুলছাত্রদের একটি প্রতিযোগিতার জন্য রাখা হয়েছিল।”
সকাল থেকেই উত্তপ্ত পাহাড়। ছবি- নিজস্ব চিত্র
• অনুজ শর্মা আরও বলেন, “ফের তল্লাশি অভিযান হবে। ইচ্ছে করেই পুলিশকে বাধা দেওয়া হচ্ছে। গোটা বিষয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
• “পাহাড়ে গুন্ডাগিরি বরদাস্থ করা হবে না। পুলিশ তা কড়া হাতে দমন করবে। প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে তির-ধনুক। এগুলো সবই বেআইনি। পাতলেবাসে উদ্ধার করা অস্ত্রশস্ত্রগুলি ট্র্যাডিশনাল নয়। পুলিশকে আক্রমণ করার জন্য এই সব অস্ত্র জোগাড় করা হয়েছিল।” নবান্নে বললেন, এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা।
আন্দোলনকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিশের। ছবি- নিজস্ব চিত্র
• তিরন্দাজি প্রতিযোগিতার জন্যই তির-ধনুক রাখা হয়েছে, তা ছাড়া চিরাচরিত ভাবেই এ রকম তির-ধনুক রাখা থাকে, মোর্চার এই দাবিকে খণ্ডন করলেন এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা।
• “দার্জিলিং নিয়ে বিমল গুরুঙ্গ ও মুখ্যমন্ত্রীর মধ্যে দড়ি টানাটানি চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিয়মিত উস্কানিতে পরিস্থিতি আরও বিগড়ে গিয়েছে। পাহাড়ের মানুষের রায়কে মানতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের সুরক্ষা নিয়ে আমি চিন্তিত। এ সময় কোনও উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত মুখ্যমন্ত্রীর।” মন্তব্য রাজ্য কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।
• অশান্তি ছড়াল সিংমারিতেও। তবে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে।
পাতলেবাসে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশি বাহিনী। —নিজস্ব চিত্র।
• জাভেদ শামিমের নেতৃত্বে পাতলেবাসে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে।
• সংবাদমাধ্যমের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হল।
• পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিলেন মোর্চার কর্মী-সমর্থকেরা।
• মোর্চা সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচাজ পুলিশের।
• কালিম্পঙে গ্রেফতার মোর্চা নেতা বিনোদ প্রধান।
• বিমল গুরুঙ্গের পাতলেবাসের অফিস সিল করে দিল পুলিশ।
• কার্শিয়াঙের বাড়ি থেকে মোর্চার ট্রেড ইউনিয়ন নেত্রী করুণা গুরুঙ্গকে গ্রেফতার করেছে পুলিশ।
অগ্নিগর্ভ পাহাড়। ছবি- নিজস্ব চিত্র
• পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি মোর্চার।
• কালিম্পঙের পেডং-এ পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মোর্চা কর্মী-সমর্থদের বিরুদ্ধে।