Winter

নামবে পারদ, কমবে কুয়াশা

রাজ্যের উপর দিয়ে একটি পশ্চিমি ঝঞ্ঝা (ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আসা ঠান্ডা জোলো হাওয়া) বয়ে যাওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৮
Share:

ছবি পিটিআই।

কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট চলছে। সেই জন্য শুক্রবার ভোরে বিমান চলাচল ব্যাহত হয়। তবে আজ, শনিবার কুয়াশা কিছুটা কম হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তারা জানাচ্ছে, রাজ্যের উপর দিয়ে একটি পশ্চিমি ঝঞ্ঝা (ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আসা ঠান্ডা জোলো হাওয়া) বয়ে যাওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাত থেকে তাপমাত্রা হ্রাসের ফলে সেই জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে ঘন কুয়াশা তৈরি করে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ‘‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। তার ফলে কুয়াশা হলেও তার দাপট বেশি হবে না বলেই মনে হচ্ছে।’’ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদ আরও কিছুটা নামতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement