হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফাইল চিত্র
নিম্নচাপ অক্ষরেখার জেরে চলতি সপ্তাহে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি হয়েছে। ব্যতিক্রম কলকাতা। বৃষ্টি দূর অস্ত, আকাশে সামান্য মেঘের আনাগোনা দেখেই কাটাতে হল কলকাতাবাসীকে। আলিপুর আবহাওয়া দফতরের শনিবারের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের প্রথম কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। উপরন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শুরুতে পশ্চিমের তিন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। এপ্রিলের শেষ দিকেও কালবৈশাখির দেখা নেই। নিস্তার নেই গরম থেকেও। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে দিনের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্কা বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা-সহ শহরতলিতে। আগামী সপ্তাহের সোম থেকে বুধবার পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার তাপপ্রবাহ চলতে পারে বীরভূমেও।
অন্য দিকে, শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে রবিবারও। তবে আগামী সপ্তাহের প্রথম কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।