দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। —ফাইল চিত্র।
ক্যালেন্ডারে এখন ভরা বসন্তকাল। চৈত্র মাসের ১৫ তারিখ হয়েছে সবে। কিন্তু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া জানান দিচ্ছে, বসন্ত চলে গিয়েছে। এসেছে গনগনে গ্রীষ্ম। শনিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যেই অনেক জায়গায় তাপমাত্রার পারদ ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি।
শুক্রবার দক্ষিণবঙ্গের অন্তত আটটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি বা তার বেশি। সেই তালিকায় রয়েছে দমদমও। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা পুরুলিয়া কিংবা ঝাড়গ্রামের চেয়েও বেশি। এ ছাড়াও ৪০-এর তালিকায় আছে মেদিনীপুর (৪০.৫ ডিগ্রি), বাঁকুড়া (৪০.২ ডিগ্রি), মগড়া (৪০ ডিগ্রি), কলাইকুন্ডা (৪০.৪ ডিগ্রি), পানাগড় (৪১.৪ ডিগ্রি), আসানসোল (৪০.২ ডিগ্রি), সিউড়ি (৪১ ডিগ্রি)। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৯.৩ ডিগ্রি এবং ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার তাপপ্রবাহ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরমের অস্বস্তি জারি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। আরও অন্তত তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে।
উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা ভিন্ন। দার্জিলিং এবং জলপাইগুড়ির কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শনিবার। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে মূলত শুকনো। উত্তরবঙ্গের আট জেলায় আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২.৯ ডিগ্রি বেশি। তার আগের দিন অর্থাৎ, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা আরও দু’ডিগ্রি কম ছিল। এ ছাড়া শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি।