—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ডিসেম্বরের মাঝামাঝিও চেনা শীতের দেখা মেলেনি। বরং বৃষ্টিতে স্যাঁতসেঁতে হয়েছে আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় বাংলায় শীতকে পিছনে ঠেলে দিয়েছে। তবে আর দেরি নেই। নিম্নচাপের মেঘ সরতেই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
শনিবার কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার। রোদ উঠেছে তিন দিন পর। তার সঙ্গে সঙ্গেই ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে আরও খানিকটা তাপমাত্রা কমতে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি বেশি। গত বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে পারদ নেমেছে বেশ খানিকটা। আগামী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছেন আবহবিদেরা। দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। বরং উত্তুরে হাওয়া বিনা বাধায় প্রবেশ করতে শুরু করেছে। ফলে চেনা শীতের দেখা মিলতে পারে শীঘ্রই।
পাহাড়ে অবশ্য এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। কালিম্পংয়ে শনিবারের পর আবার বৃষ্টি হতে পারে মঙ্গলবার এবং বুধবার। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় শুকনো আবহাওয়া থাকবে। সেই সঙ্গে শীতও পড়বে জাঁকিয়ে।