শহরে নামছে তাপমাত্রা। ছবি: শাটারস্টক থেকে নেওয়া।
বাংলা থেকে বর্ষা বিদায় নিতেই নামছে পারদ। ইতিমধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২০-র ঘরে। পাহাড়েও শীতের আমেজ ভালই টের পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে রাজ্য জুড়ে তাপমাত্রা নামলেও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুটা বিলম্ব হতে পারে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। আগামী সপ্তাহেই ফের চড়তে পারে পারদ।
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে শীত শীত ভাব মনে হলেও, বেলার দিকে এখনও গরম মালুম হচ্ছে। তবে, বিকেলের পর তাপমাত্রা অনেকটাই কমছে। আপাতত নতুন করে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির সম্ভাবনাও নেই। আকাশ থাকবে রোদ ঝলমলে।
কার্তিক মাসের অর্ধেক শেষ। শীতের কামড় এখনও তেমন টের পায়নি দক্ষিণবঙ্গের মানুষ। কিন্তু উত্তর এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে শুরু করেছে। শৈলশহর দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। তাতে অবশ্য খুশি পর্যটকেরা। কালিম্পং ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বাঁকুড়ার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। শ্রীনিকেতনে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনও জমিয়ে ব্যাটিং শুরু করেনি শীত। তার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এমনই থাকবে। তবে ১০ নভেম্বরের পর ফের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।”
আরও পড়ুন: জয়ের কাছাকাছি বাইডেন, হাল ছাড়তে রাজি নয় ট্রাম্প শিবির
আরও পড়ুন: লাইভ: মিশিগান, উইসকনসিন জিতে ম্যাজিক ফিগার ছোঁয়ার পথে বাইডেন