Potato Price

কবে কমবে আলুর দাম, জানে না টাস্ক ফোর্সও

কলকাতার কয়েকটি বাজারের গড় দর ধরলে দেখা যাচ্ছে, জ্যোতি আলু ৩৬-৩৮ ও চন্দ্রমুখী বিকোচ্ছে ৪০ টাকা কেজি দরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৮
Share:

চড়া দাম আলুর। —ফাইল চিত্র।

আগের তুলনায় কিছুটা কমেছে। তার পরেও মধ্যবিত্তের কাছে আলুর দাম বহু ক্ষেত্রেই ছেঁকা দিচ্ছে। বিষয়টি স্বীকার করে নিয়েছেন মূল‍্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সদস্যদের অনেকেই। তাঁদের দাবি, এ রাজ্যের আলু স্টোর থেকে ২৬ টাকা কেজি দরে পাইকারিকে বিক্রি করবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু তা এখনও কেন স্টোর থেকে ২৯-৩০ টাকায় বিক্রি হচ্ছে, সেই প্রশ্নের সদুত্তর নেই। এই পরিস্থিতিতে পুলিশ এবং এনফোর্সমেন্ট বিভাগের কাছে অভিযোগ করা হয়েছে বলে দাবি টাস্ক ফোর্স-সদস্যদের।

Advertisement

কলকাতার কয়েকটি বাজারের গড় দর ধরলে দেখা যাচ্ছে, জ্যোতি আলু ৩৬-৩৮ ও চন্দ্রমুখী বিকোচ্ছে ৪০ টাকা কেজি দরে। পেঁয়াজ ৬০, আদা ১০০, রসুন ৪০০-৪৫০, মটরশুঁটি ১০০- ১২০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। মুর্শিদাবাদে জ‍্যোতি ৩৬ ও চন্দ্রমুখী ৪০ টাকা কেজিপ্রতি বিক্রি হচ্ছে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের খুচরো বাজারে জ্যোতি কেজি প্রতি ২৮-৩০ টাকা ও চন্দ্রমুখী ৩৮-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পুরুলিয়া-বাঁকুড়ায় কমবেশি একই দর। দুই বর্ধমানে জ্যোতি ৩০-৩৪ ও চন্দ্রমুখী ৪০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। নদিয়ায় চন্দ্রমুখীর দর কেজিতে ৪৫-৫০ টাকা। হেমাঙ্গিনী ৪০ টাকা, জ‍্যোতি ৩০ টাকা এবং নতুন আলু ৩০-৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কোচবিহারে জ্যোতি (নতুন) আলুর দর কেজি প্ৰতি ৪০- ৪৫ টাকা, জ্যোতি (হিমঘর) ৩০-৩৫ টাকা। ভুটান আলু কেজি প্ৰতি ৬০ থেকে ৮০ টাকা। বাজারে নেই চন্দ্রমুখী আলু। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কমবেশি একই দাম।

রাজ্য টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, ‘‘গত দু’দিনে পঞ্জাব থেকে নতুন আলু রাজ্যে ঢুকেছে। পাইকারিতে এই আলুর দাম ২২ টাকা। খুচরো বাজারে ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি হওয়া উচিত। কিন্তু অনেক ব্যবসায়ী পঞ্জাবের পুরনো আলু বেশি দামে বিক্রি করছেন। রাজ্যের আলু স্টোর থেকে ২৬ টাকা কেজি দরে পাইকারিকে বিক্রি করবেন বলে মুখ্যমন্ত্রীকে ব‍্যবসায়ীরা প্রতিশ্রুতি দিলেও, তা ২৯-৩০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে খুচরো বাজারে দাম ৩৫-৩৬ টাকায় পৌঁছে যাচ্ছে।’’

Advertisement

‘চাষি ভেন্ডার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি তথা রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অপর সদস্য কমল দে বলেন, ‘‘এ রাজ‍্যের পেঁয়াজ জানুয়ারিতে বাজারে এসে যাবে। তখন দাম কমে যাবে।’’ গড়িয়াহাট বাজারের বাজার সমিতির সম্পাদক দিলীপ মণ্ডলের আশা, ‘‘শীতের আনাজ আসা শুরু হয়েছে। দাম কমতে শুরু করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement