গ্রাফিক— শৌভিক দেবনাথ।
নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী তাপস মণ্ডলকে। যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্ন শুনে হঠাৎই তাঁর মুখে শোনা গেল ‘কালীঘাটের কাকু’ এবং কুন্তল ঘোষের নাম। কুন্তল তদন্তকে বিপথে চালিত করছে বলে ইঙ্গিত দিয়ে তাপসের মন্তব্য, ‘‘কুন্তল তো ‘কালীঘাটের কাকু’র নামেই টাকা তুলত আমার কাছ থেকে। এখন অন্য কথা বলছে কেন বুঝতে পারছি না।’’ একই সঙ্গে নিয়োগ মামলায় গ্রেফতার তাপস জানিয়েছেন আফসোসের কথাও। বলেছেন, ‘‘কুন্তলের কাছেই আমি ফেঁসেছি।’’
মঙ্গলবার নিয়োগ মামলায় শুনানি ছিল তাপসের। জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার পথেই পুলিশের গাড়ি থেকে মুখ বার করতে দেখা যায় তাপসকে। তাঁকে দেখে এগিয়ে আসেন সাংবাদিকেরাও। এবিপি আনন্দের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কুন্তল কেন গোপাল দলপতির নাম বলছে জানি না। ও তো আমার থেকে টাকা নিয়ে কুন্তলকে দিয়েছে।’’
সাংবাদিক জানতে চান, ‘কালীঘাটের কাকু’র প্রসঙ্গেও। জবাবে তাপস পাল্টা বলেন, ‘‘কুন্তল আমার কাছ থেকে টাকা তুলেছে ‘কালীঘাটের কাকু’র নাম করেই। ওই বলেছিল ‘কালীঘাটের কাকু’কে এই সব টাকা দিতে হবে।’’ এর পরেই তাপসের সংযোজন, ‘‘আমি কুন্তলের কাছেই ফেঁসেছি। তাই ওর নাম করলাম।’’
তাপসকে শাসকদলের মন্ত্রী-বিধায়কদের জড়িত থাকা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে অবশ্য তিনি কোনও মন্তব্য করতে চাননি। তাপস বলেন, ‘‘সে ব্যাপারে আমি কী বলব।’’