ফাইল চিত্র।
আদালতের ‘তিরস্কার’কে হাতিয়ার করে বিধানসভার শাসক পক্ষকে এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার মধ্যে বিরোধী দলনেতা তাঁদের বিরুদ্ধে আয়কর নোটিস দিয়ে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ তুলেছিলেন বিজেপি-ত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণীরা। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছিল হেয়ার স্ট্রিট থানায়। তার বিরুদ্ধে পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি পরিষদীয় দল। কলকাতা হাই কোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে মামলা উঠেছিল। বিজেপির আইনজীবী রাজদীপ মজুমদারের দাবি, বিধানসভার তরজাকে এ ভাবে থানায় অভিযোগ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে হাই কোর্টে। প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিধানসভার তরফে আইনজীবীকেও। এই প্রেক্ষিতেই শুক্রবার শুভেন্দুর বক্তব্য, ‘‘বিধানসভার লবিতে ভাঙচুরের পরে তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিম বিরোধী বিধায়কদের জরিমানা করেছিলেন। সেই ঘটনাতেও পুলিশে যাওয়া হয়নি। এরা সব কিছু ছাপিয়ে যাচ্ছে! খুন করা ছাড়া বিরোধী বিধায়কদের মুখ বন্ধ করতে সব কিছুই করা হয়ে গেল!’’