Suvendu Adhikari

অবস্থানকারীদের পাশে নবমীতে শুভেন্দু

অবস্থানকারীদের এ দিন সিস্টার নিবেদিতার লেখা বই উপহার দিয়েছেন বিরোধী দলনেতা। তুলে দিয়েছেন নবমীর ‘মহাপ্রসাদ’ও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ০৫:২৯
Share:

এসএলএসটি উত্তীর্ণ চাকরি-প্রার্থীদের অবস্থানে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

অষ্টমীতে চাকরি-প্রার্থীদের কাছে গিয়েছিলেন কংগ্রেস ও সিপিএমের নেতারা। নবমীর দিন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) এসএলএসটি উত্তীর্ণ প্রার্থীদের অবস্থান-মঞ্চে দেখা করে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগের দাবিতে চাকরি-প্রার্থীদের আন্দোলনের পাশে থাকার বার্তাই ফের দিয়েছেন তিনি। ধর্নাস্থলে মঙ্গলবার শুভেন্দু বলেন, ‘‘জল নেই, শৌচালয় নেই, মাথার উপরে ছাদ নেই। ন্যূনতম কোনও পরিষেবা ছাড়াই ৫৬৯ দিন এই অবস্থান-আন্দোলন চলছে। দুর্গা পুজোর মধ্যেও লক্ষ্যে অবিচল থেকে যে আন্দোলন আপনারা চালিয়ে যাচ্ছেন, তাকে কুর্ণিশ জানাতে এসেছি।’’ অবস্থানকারীদের এ দিন সিস্টার নিবেদিতার লেখা বই উপহার দিয়েছেন বিরোধী দলনেতা। তুলে দিয়েছেন নবমীর ‘মহাপ্রসাদ’ও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে ফ্রন্টের একটি প্রতিনিধিদলের আজ, বুধবার ওই অবস্থানে যাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement