Suvendu Adhikari

‘ভাইপো’ ভিতরে যাবেই, ফের তোপ শুভেন্দুর

বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে বুধবার মিছিল করে বিজেপি। গড়িয়া থেকে শুরু হওয়া মিছিলের শেষে যাদবপুরে সভা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ০৭:৩৯
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

দুর্নীতির প্রতিবাদ ও কেন্দ্রে আরও এক বার ‘মোদী সরকার’ গঠনের ডাক দিয়ে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শেষে সভা থেকে তাঁর তোপ, আর বেশি দিন নেই। ভাইপোও ভিতরে যাবে। তৃণমূল অবশ্য ‘ভিড় বাসের পকেটমারের মতো আচরণ’ বলে কটাক্ষ করেছে।

Advertisement

বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে বুধবার মিছিল করে বিজেপি। গড়িয়া থেকে শুরু হওয়া মিছিলের শেষে যাদবপুরে সভা হয়। সেই সভায় বাম-কংগ্রেসের ‘সেটিং’ অভিযোগ উড়িয়ে শুভেন্দু বলেন, “কিসের সেটিং? মোদীজি ছিলেন বলে, পার্থ চট্টোপাধ্যায় সপরিবারে জেলে। কেষ্ট (অনুব্রত) মণ্ডল মেয়ের সঙ্গে তিহারে গড়াগড়ি খাচ্ছে। বালু (জ্যোতিপ্রিয় মল্লিক)-বাকুবুররা হেফাজতে। আর ভাইপো ভাইপো করে লাভ নেই। বেশি দিন নেই। ভাইপোও জেলে যাবে।’’ পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ব্যক্তি কুৎসা। রাজনৈতিক ভাবে ওঁকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ভয় পান বলে এজেন্সি রাজনীতি করছেন।” বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষকে নিয়ে এ দিন বাবুঘাটে গঙ্গাসাগরের অস্থায়ী শিবির পরিদর্শন করেন শুভেন্দু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement