শুভেন্দু অধিকারী।
লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আশানুরূপ ফল না হওয়ায় মুখ খুলেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ধারাবাহিক ভাবে তিনি দলের বর্তমান নেতৃত্বকে কাঠগড়ায় তুলছেন। এ বার নাম না করে পাল্টা মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ‘‘এখন যাঁরা বড় বড় কথা বলছেন, সমাজমাধ্যমে পোস্ট করছেন, তাঁরা ইতিহাসটা জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৪ সালে একা হয়ে গিয়েছিলেন। বিজেপির অবস্থা তো তার থেকে ভাল!’’ শুভেন্দুর সংযোজন, ‘‘মনে রাখা দরকার, ২০১৯ সালে আইপ্যাক ছিল না। ‘লক্ষ্মীর ভান্ডার’ ছিল না। সিএএ, এনআরসি'র জুজু ছিল না। পুলিশ এই রকম দাঁত-নখ বার করে দলদাসের ভূমিকা পালন করেনি।’’ প্রসঙ্গত, এ দিনও সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ ভাবে ‘ওল্ড ইজ গোল্ড’ শব্দ তিনটি পোস্ট করেন দিলীপ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এ দিন পাল্টা বলেছেন, ‘‘শুধু ওল্ড ইজ গোল্ড কেন? আমি তো জানি, ওরে নবীন ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা!’’