Suvendu Adhikari

Suvendu Adhikari: সরকারি কর্মীদের ‘বঞ্চনা’ নিয়ে সরব শুভেন্দু

শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্য সরকারি কর্মীদের মধ্যেও বেতনে বৈষম্য রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ০৪:৫৪
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

কেন্দ্রের সমহারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা চালুর দাবিতে সুপ্রিম কোর্টে যাবে বিজেপির সরকারি কর্মচারী পরিষদ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতায় বঞ্চনা এবং তার প্রতিবাদ করলে প্রতিহিংসামূলক ভাবে বদলি করার বিরুদ্ধে সরব হন। তাঁর আরও অভিযোগ, রাজ্য সরকারি কর্মীদের মধ্যেও বেতনে বৈষম্য রয়েছে। শুভেন্দুর কথায়, ‘‘রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একটা সুবিধাভোগী শ্রেণি তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপোকে যারা পাহার দেয়, সেই ডিরেক্টোরেট অফ সিকিউরিটির কর্মীরা ১০ হাজার টাকা বাড়তি ভাতা পান। অন্য সরকারি কর্মীরা তা পান না। আমি বিরোধী দলনেতা হিসাবে সরকারি কর্মচারী পরিষদের লড়াইয়ের সঙ্গে আছি।’’

শুভেন্দুর আরও অভিযোগ, ‘‘রাজ্য সরকারি কর্মীরা করোনা আক্রান্ত হলে এক লক্ষ টাকা পাবেন বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীর করোনায় মৃত্যু হলে তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা হয়েছিল। কিন্তু বাস্তবে সেই ক্ষতিপূরণ কত জন পেয়েছেন, জানা নেই। আমি দাবি করছি, ওই ক্ষতিপূরণ কারা পেয়েছেন, তার তালিকা রাজ্য সরকার প্রকাশ করুক এবং প্রতিশ্রুতিমতো যাঁর যা ক্ষতিপূরণ প্রাপ্য, তাঁকে তা দিক।’’

Advertisement

তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য শুভেন্দুকে পাল্টা আক্রমণ করে বলেন, ‘‘কেন্দ্র মহার্ঘ ভাতা যা দিচ্ছে, তা তো রাজ্যের কাছ থেকে কেটে নেওয়া টাকাতেই দিচ্ছে। সুতরাং, কেন্দ্র রাজ্যের প্রাপ্য বকেয়া টাকাগুলো দিয়ে দিক। রাজ্য তার সীমিত সাধ্যে কর্মচারীদের প্রাপ্য তো দিচ্ছেই। আর কেন্দ্র কোন রাজ্যকে কত টিকা দিয়েছে, তার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাটা বরং শুবেন্দু মন দিয়ে পড়ুন। তা হলেই বুঝতে পারবেন, কেন্দ্র কী ভাবে রাজ্যকে বঞ্চিত করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement