নিয়োগ দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর।
বিধানসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিন উপলক্ষে মাল্যদান করতে এসেছিলেন তিনি। সেখানেই এক প্রশ্নের জবাবে নন্দীগ্রাম বিধায়ক বলেন, ‘‘২০১১ সাল থেকে বিধানসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে। আমাদের হাতে কিছু প্রমাণ রয়েছে। সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব। মূলত গ্রুপ ডি পদে নিয়োগে ক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বিধানসভায় যারা গ্রুপ ডি পদে বহাল হয়েছেন তাঁদের বেশির ভাগ দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। আমাদের কাছে প্রমাণ রয়েছে যে, এমন বহু লোক বিধানসভায় বহাল হয়েছেন যাঁরা ভুয়ো মার্কশিট দিয়ে চাকরি পেয়েছেন। অষ্টম ও দশম শ্রেণি উত্তীর্ণ যাঁদের চাকরি দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগেরই ভুয়ো বা জাল মার্কশিট দিয়ে চাকরি পেয়েছেন। তাঁদের বেশির ভাগেরই মার্কশিট বাইরের রাজ্য থেকে আনা হয়েছে।’’
বিরোধী দলনেতার অভিযোগ মানতে নারাজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অভিযোগের জবাবে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিধানসভার গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে সব নিয়ম মানা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন যেমন হয়েছে, তেমনই মেডিকেল পরীক্ষাও হয়েছিল। এমন অভিযোগ তুলে তিনি বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। জনতার দুয়ারে না পেরে তিনি বার বার আদালতের দ্বারস্থ হয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে তাঁর জনগণের প্রতি আস্থা নেই।’’
এ প্রসঙ্গে প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র বলেছেন, ‘‘যে সময়ের মধ্যেই এই সব চাকরিগুলো হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, সেই সময় তিনিও সরকারের অংশ ছিলেন। সেই সময় কেন তিনি কেন কোনও প্রতিবাদ করেননি।’’