শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই তালিকায় তাঁর দলের বহু পদাধিকারীও (কার্যকর্তা) রয়েছেন বলে তাঁর দাবি। জবাবে তৃণমূল এই দাবিকে ‘প্রচারে থাকার চেষ্টা’ বলে কটাক্ষ করেছে।
শনিবার হুগলির হরিপালে দলীয় কর্মসূচিতে গিয়ে এই অভিযোগ তোলেন শুভেন্দু। নিজের এক্স হ্যান্ডলে পোস্টও করেন। ভোটার তালিকা থেকে বাদ পড়া কয়েক জনের নামও উল্লেখ করেছেন তিনি। বিষয়টি যথাস্থানে জানাবেন বলে জানিয়ে শুভেন্দুর দাবি, ‘ভাইপোর নির্বাচনে জয় সুরক্ষিত করার জন্য পিসির প্রশাসনের এটা অশুভ প্রচেষ্টা’।’ এক্স হ্যান্ডলেই মন্ত্রী অরূপ বিশ্বাসের পাল্টা মন্তব্য, ‘শুধু প্রচারে থাকার জন্যই প্রশাসনিক বিষয়ে রাজনীতির রং দিতে চেয়েছেন বিরোধী দলনেতা।’ তিনি বলেন, ‘আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ তিন লক্ষেরও বেশি ভোটে জেতেন। তাঁর ভোটার তালিকায় কারচুপি করার দরকার হয় না।’ শুধু ভোটার তালিকা থেকে বিজেপি নেতাদের নাম বাদ দেওয়ার অভিযোগই নয়, শুভেন্দু বলেন, ‘‘বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরের ভোটকেন্দ্রের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। মহেশতলায় করেছে, সাতগাছিয়ায় করেছে। আমরা ছাড়ব না। এটা ভাইপো মডেল। মামার বাড়ির আবদার নাকি!’’