Suvendu Adhikari

ডিসেম্বর-বার্তা শুভেন্দুর, পাল্টা তৃণমূল

ডিসেম্বর মাস বীরভূমের তৃণমূল নেতাদের কাছে ভয়াবহ হবে বলে সোমবার হুঙ্কার দেন বিরোধী দলনেতা শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ০৬:৩৮
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

ফের পুরোদমে ‘তারিখের রাজনীতি’তে নেমে পড়ল বিজেপি! শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ বা জেলা নেতৃত্ব কে কবে তদন্তকারী সংস্থার কাছে ডাক পাবেন, তার আগাম ঘোষণা করা শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা। আগেও এমন তারিখের কথা শোনা গিয়েছিল শুভেন্দুদের মুখে। তার ফলে তৃণমূল ফের পাল্টা বলছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা কী করবে, বিজেপি নেতারাই মনে হচ্ছে সে সব ঠিক করে দিচ্ছেন!

Advertisement

ডিসেম্বর মাস বীরভূমের তৃণমূল নেতাদের কাছে ভয়াবহ হবে বলে সোমবার হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। জেলায় দলীয় সভায় এ দিন তিনি বলেন, ‘‘ভোট-পরবর্তী হিংসা, পাথর চুরি আর মহম্মদবাজারের জিলেটিন সবই নজরে আছে। মহম্মদবাজারের জিলেটিন পাচারে অনেকের নাম পাওয়া গিয়েছে। এখন বলব না। ডিসেম্বরে বলব! এখন বললেই ওদের নেত্রী বলবেন, ও (শুভেন্দু) সব জানে!’’

বিরোধী দলনেতার মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘‘বিরোধী দলনেতা কি কেন্দ্রীয় এজেন্সিতে যোগ দিয়েছেন!’’ সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘বিজেপি নেতারা তাঁকে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলিতে ঢুকিয়ে নিয়েছেন কি না, আমার জানা নেই। এজেন্সি কী করবে, তিনিই তা ঠিক করে দিচ্ছেন। তাতে ধারাবাহিক ভাবে এজেন্সির বিশ্বাসযোগ্যতা ধ্বংস হচ্ছে।’’ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এ দিন আবার দাবি করেছেন, ‘‘জানুয়ারি মাসেই ডাক পাবেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য এই প্রসঙ্গে বলেছেন, ‘‘বিজেপি আর তৃণমূল নেতাদের মধ্যে প্রতিদিনের এ সব দেখতে দেখতে বাংলার মানুষ দিশাহারা। ওরা পরস্পর সহোদর!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement