ফের বিপাকে সুশান্ত ঘোষ

কঙ্কাল-কাণ্ডে নতুন করে বিপাকে পড়লেন সুশান্ত ঘোষ। বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে তৃণমূল সমর্থকদের খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগে সিপিএম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল সিআইডি।

Advertisement
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০৩:৪৮
Share:

কঙ্কাল-কাণ্ডে নতুন করে বিপাকে পড়লেন সুশান্ত ঘোষ। বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে তৃণমূল সমর্থকদের খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগে সিপিএম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল সিআইডি। তার বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানান সুশান্তবাবু। কিন্তু আজ সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। রাজ্যের কৌঁসুলি পারিজাত সিনহা বলেন, এর ফলে সুশান্তর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হতে আর কোনও বাধা থাকলনা। সুশান্তবাবু বলেন, ‘‘রায়ের কপি না দেখে কোনও মন্তব্য করব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement