.
বুধবার সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার রায় ঘোষণা। দুপুর ২টো নাগাদ বিচারপতি ভি গোপালাগৌড়া ও বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ এই রায় ঘোষণা করবে। বাম জমানায় সিঙ্গুরের জমি অধিগ্রহণ সঠিক ছিল কি না, সেই জমি ফেরত দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন সাংবিধানিক ছিল কি না, এখন সিঙ্গুরের জমির ভবিষ্যৎ কী হবে, অনিচ্ছুক চাষিদেরই বা কী হবে—সিঙ্গুরের এই যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে এই রায়ে। শিল্পের জন্য বহুফসলি জমি অধিগ্রহণের যৌক্তিকতা নিয়েও আদালত মত জানাতে পারে। দুই বিচারপতির বেঞ্চ নিজে সিদ্ধান্ত না নিয়ে আরও বেশি সংখ্যক বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চে মামলা পাঠিয়ে দেয় কি না, তা-ও দেখার।
২০০৬ থেকে শুরু হওয়া সিঙ্গুর-পর্ব দেখতে...
সিঙ্গুর: কাল ও আজ