Durga Puja 2024

ভিন্ন মতে শ্রদ্ধায় নিহিত দুর্গাপুজোর সার্থকতা: বিচারপতি

আদতে অসমের বাসিন্দা বিচারপতি ভুঁইয়ার বক্তৃতায় এ দিন বাংলা এবং অসমের মধ্যে সাংস্কৃতিক যোগের কথাও উঠে এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ ০৮:২৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভিন্ন ধর্ম এবং মতামতের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যেই দুর্গাপুজোর সার্থকতা নিহিত আছে বলে মনে করেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। বুধবার মহালয়ার দিন এন্টালি ১৪ পল্লি উদয়ন সঙ্ঘের পুজোর উদ্বোধনে এসে বিচারপতি ভুঁইয়া বলেন, ‘‘দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং ধর্মের গণ্ডি ছাড়িয়ে সৌভ্রাতৃত্বের উৎসবে পরিণত হয়েছে। এই পুজোয় সমাজের নানা স্তর এবং গোষ্ঠীর মানুষ যোগ দেন। ভিন্ন ধর্ম এবং মতকে গুরুত্ব দেওয়া আমাদের ঐতিহ্য। সেই মনোভাবের মধ্যেই দুর্গাপুজোর সার্থকতা।’’ আদতে অসমের বাসিন্দা বিচারপতি ভুঁইয়ার বক্তৃতায় এ দিন বাংলা এবং অসমের মধ্যে সাংস্কৃতিক যোগের কথাও উঠে এসেছে।

Advertisement

এ দিন পুজোর উদ্বোধনে দৃষ্টিহীন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নানা প্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়েছে ওই পুজো কমিটি। তাঁদের হাতে সেগুলি তুলে দেন বিচারপতি ভুঁইয়া, তাঁর স্ত্রী সঙ্ঘমিত্রা দাস ভুঁইয়া, রাজ্যের লোকায়ুক্ত প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রে ফ্লেমিং। অনুষ্ঠানে উপস্থিত দৃষ্টিহীন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উদ্দেশে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার বলেন, ‘‘ছোটবেলায় আমার ডিসলেক্সিয়া ছিল। তাই আমার শেখার পদ্ধতি অন্যদের থেকে আলাদা ছিল। তোমাদের এটাই বলব যে পাঁচটা ইন্দ্রিয় সমান ভাবে কাজ না করলেই কেউ পিছিয়ে পড়ে না।’’

এ দিন অনুষ্ঠানের পরে পুজো কমিটির শীর্ষকর্তা বিশ্বজিৎ দেব বলেন, ‘‘বিচারপতি ভুঁইয়া এক সময়ে গৌহাটি হাই কোর্টে আইনজীবী ছিলেন। সে সময় থেকেই তাঁর সঙ্গে আমার পরিচয়। এ বার আমাদের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা শুনেই উনি সস্ত্রীক নিমন্ত্রণ রক্ষায় সম্মত হন। এই অনুষ্ঠানের জন্যই উনি দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement