গরমের ছুটি বাড়ল স্কুলে

দুঃসহ দহনের জন্য গত বছর স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল। এ বারেও গরমের দাপট চলছে। তাই স্কুলে ওই ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় নিজের ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা জানান। সরকারি সূত্রের খবর, আগামী সোমবার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত অনেক স্কুল খোলার কথা ছিল। কিন্তু গরমে পড়ুয়াদের কষ্টের কথা ভেবে আরও এক সপ্তাহ স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে-সব বেসরকারি স্কুলে গরমের ছুটি শেষ, এই সরকারি নির্দেশ মানতে অনুরোধ করা হয়েছে তাদেরও।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০৩:৩১
Share:

দুঃসহ দহনের জন্য গত বছর স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল। এ বারেও গরমের দাপট চলছে। তাই স্কুলে ওই ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় নিজের ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা জানান। সরকারি সূত্রের খবর, আগামী সোমবার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত অনেক স্কুল খোলার কথা ছিল। কিন্তু গরমে পড়ুয়াদের কষ্টের কথা ভেবে আরও এক সপ্তাহ স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে-সব বেসরকারি স্কুলে গরমের ছুটি শেষ, এই সরকারি নির্দেশ মানতে অনুরোধ করা হয়েছে তাদেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement